Share on whatsapp
Share on twitter
Share on facebook
Share on email
Share on telegram
Share on linkedin

আপনি কি কলকাতায় সস্তায় আধুনিক ফ্ল্যাট খুঁজছেন ? লটারির মাধ্যমে ব্যবস্থা করল হিডকো‍

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

Newsbazar 24:আপনি কি সস্তায় ফ্ল্যাট খুঁজছেন? বা কলকাতায় ছেলে-মেয়েকে পড়াশুনা করাবার জন্য ফ্ল্যাটের প্রয়োজন। আপনার এই সমস্যা সমাধানে এগিয়ে এসেছে পশ্চিমবঙ্গ সরকারের সহযোগী সংস্থা পশ্চিমবঙ্গ হাউজিং ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন বা হি়ডকো। তারা নিউটাউনে সস্তায় আধুনিক ফ্ল্যাট দিচ্ছে
ইতিমধ্যেই শুরু হয়েছে লটারি। অনলাইনে নাম রেজিস্ট্রি করতে হবে। হি়ডকোর ওয়েবসাইটে গিয়ে নাম রেজিস্ট্রেশন করে অংশগ্রহণ করতে পারেন। কলকাতার পাশে অত্যাধুনিক শহর নিউটাউনে মিলবে সস্তায় ফ্ল্যাট। HIG এবং MIG প্লটের ফ্ল্যাট দিচ্ছে HIDCO। যার জন্য ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে লটারি। কী ভাবে আবেদন করবেন? হিডকোর তরফে ৫৪টি ফ্ল্যাট তৈরি করা হয়েছে। HIG এবং MIG প্লটের এই ফ্ল্যাটগুলির জন্য লটারি শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই আবেদন জমা নেওয়াও শুরু করে দিয়েছে হিডকো কর্তৃপক্ষ।
হিডকোর তরফে জানানো হয়েছে, HIG( উচ্চ আয়ের গ্রুপ )এবং MIG (মধ্য আয়ের গ্গ্রুপ) এই প্লটগুলিতে চার থেকে ছয়টি কোটা সংরক্ষিত থাকছে পুলিশ এবং রাজ্য কর্মচারীদের জন্য। টাইপ-১ আবাসন সংরক্ষিত রাখা হবে রাজ্য সরকারি কর্মীদের জন্য। বাকিদের জন্য টাইপ-২। কর্নার প্লট নিতে গেলে লিজ প্রিমিয়ামের উপর বাড়তি ১০ শতাংশ চার্জ দিতে হবে। ৯৯ বছরের লিজ প্রিমিয়াম চুক্তি হবে লটারি বিজেতা এবং হিডকোর মধ্যে।
এছাড়াও EWS ফ্ল্যাটও রয়েছে নিউটাউনে। হিডকোর তরফে ৮০টি এমন ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। নিউটাউনের অ্যাকশন এরিয়া ১এ-তে তারুলিয়া কমপ্লেক্সে মিলবে এই EWS ফ্ল্যাটগুলি। এগুলির জন্যও লটারি রয়েছে।

হিডকোর এই সস্তা অথচ অত্যাধুনিক ফ্ল্যাটের লটারিতে অংশ নিতে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট https://www.wbhidcoltd.com/এ ক্লিক করে যেতে হবে HIDCO Lottery Scheme বিভাগে। নতুনদের ক্ষেত্রে একবার রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে। এর জন্য প্রয়োজন ইমেইল আইডি, মোবাইল নম্বর, নাম, ঠিকানা ইত্যাদি। এর পর একে একে সমস্ত তথ্য দিতে হবে ওয়েবসাইটে। প্রয়োজনীয় নথি আপলোড করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।অনলাইন অ্যাপ্লিকেশন ১ মার্চ,২০২৩ থেকে শুরু হয়েছে চলবে ৩০ এপ্রিল ২০২৩ পর্যন্ত ।
লটারির রেজাল্ট জানতে গেলে
হিডকোর অফিসিয়াস ওয়েবসাইট কিংবা পোর্টালে গিয়ে WBHIDCO রেজাল্ট উইথড্র লিখে সার্চ করলেই বেরিয়ে আসছে সংশ্লিষ্ট বিজেতার তথ্য। এরপর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে ফ্ল্যাটের পজিশন নেওয়ার জন্য

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin