Tuesday , 24 December 2024 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

আট বছর ধরে ইনসিওরেন্স রিনিউয়াল নেই পুলিসের গাড়ির ! সাধারণ মানুষের চাপে ফাইন হলো সেই গাড়ির 

প্রতিবেদক
Sankar Chakraboty,Admin
December 24, 2024 1:52 pm

newsbazar24 ঃ সঠিক ট্রাফিক সিগন্যাল মেনে ও গাড়ির কাগজপত্র ছাড়া রাস্তায় গাড়ি না চালালে চালক ও গাড়ির মালিকদের জরিমানা করা ট্রাফিক পুলিশের কাজ। মালবাজার শহর সহ বিভিন্ন এলাকায় আইন লঙ্ঘনকারীদের জরিমানা করা ট্রাফিক পুলিশের দৈনন্দিন দায়িত্ব। আর এবার গাড়ির কাগজপত্র ঠিকঠাক না থাকায় ট্রাফিক পুলিশ কর্মকর্তারা কার্যত পুলিশের অফিসিয়াল গাড়ির ওপর জরিমানা দিতে বাধ্য হলেন।

ঘটনাটি ঘটেছে মালবাজার শহরের সুভাষ মোড় এলাকায়। প্রতিদিনের মতো সকাল থেকেই সুভাষ মোড় এলাকায় ডিউটিতে ছিলেন ট্রাফিক পুলিশের কর্মীরা । সেই সময় একটি মারুতি গাড়িতে করে বিন্নাগুড়ি থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে যাওয়ার সময় সামনে একটি বড় গাড়ি থাকায় চালক ঠিকমতো সিগন্যাল দেখতে পাননি। আর তাতেই সিগন্যাল ভেঙে গাড়ি এগিয়ে দেন চালক। সিগন্যাল লাল হওয়ায় চালকও গাড়ি থামিয়ে দেন।

এরপর কর্তব্যরত ট্রাফিক পুলিশের সদস্যরা গাড়ি থামিয়ে দেন। সুভাষ মোড় সংলগ্ন এলাকায় ট্রাফিক পুলিশের কিয়স্কে বসে ছিলেন ডিউটি ​​অফিসার। গাড়ি থামিয়ে জরিমানা আদায় করতে গেলে ট্রাফিক পুলিশ সমস্যায় পড়েন। সেনা হাসপাতালে কর্মরত রাজ মিশ্র সিগন্যাল লঙ্ঘন করা মারুতি গাড়ি থেকে নেমে যান। প্রসঙ্গত, তিনি বলেন, আইন অমান্য করলে এবং গাড়ির কাগজপত্র সঠিক না হলে সাধারণ মানুষের ওপর জরিমানা করার অধিকার পুলিশের রয়েছে। তিনি প্রশ্ন তোলেন, সুভাষ মোড় সংলগ্ন এলাকায় ট্রাফিক পুলিশের ব্যবহৃত সরকারি গাড়ির বীমা আট বছর ধরে নবায়ন করা হয়নি। তাই ওই সরকারি গাড়িরও জরিমানা করা উচিত।

এ প্রশ্নে ট্রাফিক পুলিশের কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীরা কার্যত বিব্রত। পুলিশের সঙ্গে তর্ক-বিতর্কের মধ্যে এলাকায় জড়ো হয় সাধারণ মানুষের ভিড়। এরপর পুলিশের ব্যবহৃত সরকারি গাড়িটিকেও জরিমানা করা হয়। এ প্রসঙ্গে সেনা হাসপাতালে কর্মরত ওই ব্যক্তি বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। আইন সবার জন্য সমান। সরকারি গাড়ির কাগজপত্রে সমস্যা রয়েছে। পরে জানা যায়, দুটি গাড়িকে জরিমানা করেছে ট্রাফিক পুলিশ। প্রসঙ্গত, ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, রাস্তায় যারা আইন অমান্য করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়াই রীতি। এ ঘটনায়ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

মন্ত্রী পদে শপথ নিয়ে মালদহে ফিরতেই জনজোয়ারে ভাসলেন সাবিনা ইয়াসমিন।

KIFF 2023:বিশ্ব সিনেমার বঙ্গ ভ্রমণ’ এই থিমকে সামনে রেখে শুরু হল ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

এক দিনে করোণা আক্রান্তের সংখ্যা২২৬৪৫, রাজ্যে করোনা আক্রান্তের সক্রিয় সংখ্যায় রেকর্ড।।

এক দিনে করোণা আক্রান্তের সংখ্যা২২৬৪৫, রাজ্যে করোনা আক্রান্তের সক্রিয় সংখ্যায় রেকর্ড।।

মুম্বই হবে ‘কেন্দ্রশাসিত’, স্টক এক্সচেঞ্জ যাবে গুজরাতে, কংগ্রেস নেতার দাবি

Archery World Cup Stage-3: ব্রোঞ্জ পদক ভারতীয় জুটির, ব্যক্তিগত ইভেন্টেও ব্রোঞ্জ

ডাক বিভাগ বেসরকারি করণকে কেন্দ্র করে প্রতিবাদ জানতে বিক্ষোভ দেখান বালুরঘাট হেড পোস্ট অফিসের কর্মকর্তারা।

প্রকাশিত হল স্টাফ সিলেকশন কমিশনের CHSL পরীক্ষার বিজ্ঞপ্তি, কীভাবে আবেদন করবেন জানুন

হাওড়ায় বাজেয়াপ্ত করা হয়েছে ৭১১.৬৫ কেজি গাঁজা

রায়গঞ্জ ‘সেভ ড্রাইভ, সেফ লাইফ কর্মসূচীতে ট্যাবলো ঘুরলো শহরে-

বীরভূমের লাভপুরের হাতিয়া গ্রামে আক্রান্ত পুলিশ