Sunday , 21 April 2024 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

আচমকাই দলীয় রুদ্ধদ্বার বৈঠকে হাজির মুখ্যমন্ত্রী, দলীয় কোন্দল রোধে কড়া বার্তা

প্রতিবেদক
kartik pal
April 21, 2024 9:45 pm

Newsbazar24: মালদায় তৃণমূলের জেলা কমিটির রুদ্ধ দ্বার বৈঠকে আচমকাই হাজির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নেত্রীকে সামনে দেখেই সভা কক্ষে রীতিমতো দলের জেলা নেতৃত্বের মধ্যে সোরগোল পড়ে যায়। লোকসভা নির্বাচনের মুখে মালদার দুই কেন্দ্রের প্রার্থীদের নিয়েই রবিবার বিকাল পাঁচটায় তৃণমূলের জেলা নেতৃত্ব রুদ্ধদ্বার বৈঠকের আয়োজন করেছিল মালদা টাউনহলে। বৈঠক চলাকালীন হঠাৎ করেই মালদা শহরের টাউন হলেই তৃণমূলের সেই নির্বাচনী বৈঠকেই প্রবেশ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ।

তৃণমূলের মালদা জেলা কমিটির রুদ্ধ দ্বার বৈঠকে প্রবেশ করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি


টাউন হলের সভা মঞ্চে এসে অন্তত ১৫ মিনিট বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । সেখানেই তিনি দলের দুই লোকসভা কেন্দ্রের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার কড়া নির্দেশ দিয়েছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, দুই লোকসভা কেন্দ্রের প্রতিটি বূথ স্তরে গিয়ে জেলা নেতৃত্বকে বিজেপির প্রতারণার ফাঁদ এড়ানোর বিষয়ে মানুষকে সচেতন করার নির্দেশ দেন বলে সূত্রে জানা গিয়েছে। আরও জানা গিয়েছে যে দলীয় কোন্দলকে দূরে সরিয়ে রেখে এবারে লোকসভা ভোটে মালদার দুটি আসন তৃণমূলকে জেতাবার অঙ্গীকার নেওয়ার জন্য বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী জানিয়েছেন ১৯ এপ্রিল থেকে এতদিন মালদায় সভা করেছি। মালদার মানুষের স্বতঃস্ফূর্ততা রয়েছে। ভোটের ফল গতবারের চেয়ে ভালো হওয়া চাই। এ ব্যাপারে জেলা নেতৃত্বসহ সমস্ত কর্মীবৃন্দকে দায়িত্ব নিতে হবে।
এদিনের এই রুদ্ধ দ্বার বৈঠকে মালদহের দুই প্রার্থী প্রসূন ব্যানার্জি এবং শাহনাওয়াজ আলি রায়হানের ছাড়াও দলের নির্বাচন কমিটি,বিধায়ক থেকে সভাপতি, চেয়ারম্যান ও জেলা নেতৃত্ব সহ মোট ১২২ জনের কর্মকর্তারা উপস্থিত হয়েছিলেন। যদিও এই বৈঠকে সংবাদ মাধ্যম এবং অন্যান্যদের প্রবেশ নিষিদ্ধ ছিল। বেশ কিছুক্ষণ আলোচনার পর তিনি বৈঠক থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে।
এ বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সী বলেন, ‘দলের দুই লোকসভা কেন্দ্রের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার বার্তা এদিন মুখ্যমন্ত্রী দিয়েছেন। এদিন বৈঠকে হঠাৎই হাজির হন দলনেত্রী মমতা ব্যানার্জি। সেখানে বিজেপির নানান ষড়যন্ত্র ও প্রতারণার স্বীকার যাতে দলের কর্মী থেকে সাধারণ সমর্থকরা না হন সেব্যাপারে প্রধান গুরুত্ব দিয়েছেন। আমরা মনে করছি আজকের এই দলীয় বৈঠকে মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছেন তা অক্ষরে অক্ষরে পালন করা হবে। পাশাপাশি আরও কিছু আভ্যন্তরীণ নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিয়েছেন। সেটা আমরা দলের মধ্যেই গোপন রেখে কাজ করার চেষ্টা করবো’।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কলকাতা

আপনার জন্য নির্বাচিত

Malda news:মাছ ভর্তি পুকুরে বিষক্রিয়ায় ক্ষতি প্রায় দু লক্ষ টাকার, দিশেহারা এক মৎস্যজীবী পরিবার

Malda Sports :৩৫তম মালদা জেলা সন্তরণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হল ডিএসএ সংলগ্ন সুইমিংপুলে

কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকার ব্যাপক চাঞ্চল্য

নামীদামী কোম্পানির মদ বাংলা থেকে বিহারে পাচারের সময় ধৃত এক ব্যাক্তি।

আসন্ন শারদউৎসবকে সামনে রেখে সমাজের মাতৃরুপিনী দুস্থ মায়েদের বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ

Jalpaiguri news:প্রতিমা বিসর্জনে ভয়াবহ দুর্ঘটনা, নদীতে হড়পা বানে মৃত ৭, নিখোঁজ বহু

নিউটাউনের কারিগরি ভবনের এক কর্মী কয়েকজন পুলিশের নিরাপত্তা রক্ষীকে ছুরি দিয়ে আঘাত করে!

Siliguri news: দার্জিলিংয়ের কমলার গৌরব ক্রমশ অস্তমিত, তবে আশাবাদী কমলা চাষিরা

1st ODI Eng vs Ind: তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ১০ উইকেটে পরাজিত করল ভারত, মহম্মদ সামির রেকর্ড

রাজ্য বিদ্যুৎ চুক্তিভিত্তিক ঠিকা কর্মী ঐক্য মঞ্চের কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে মালদহে প্রস্তুতি সভা।