Newsbazar 24:আগামীকাল বৃহস্পতিবার মুসলিম সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা বখরি ইদ। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে মুসলিম সম্প্রদায় ঈদুল আজহা উদযাপন করবে।
মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদের জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ অনুয়ায়ী পশু কোরবানি করবেন। নামাজ শেষে মুসল্লিদের অনেকেই যাবেন কবরস্থানে। চিরবিদায় নেয়া তাদের স্বজনদের কবরের পাশে দাঁড়িয়ে অশ্রুসজল চোখে এই আনন্দের দিনে তাদের রুহের মাগফিরাত কামনা করে আল্লাহর দরবারে আকুতি জানাবেন।
মুসলিমদের কাছে কোরবানির ইদ হল ইদ-উল-আজহা । যার অপর নাম বখরি ইদ। এটিই মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম পরব। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী দ্বাদশ অর্থাৎ শেষ মাসের দশম দিনে বখরি ইদ পালিত হয়। চাঁদ দেখার সঙ্গে সঙ্গেই এই পবিত্র কোরবানির ইদ পালন করেন মুসলিমরা।
কোরবানির এই ইদের দিন পাঁঠা বা ভেড়াকে আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করেন ধর্মপ্রাণ মুসলিমরা। সে কারণেই এই দিনটিকে কোরবানির ইদ বলা হয়। ইসলামীয় নিয়ম অনুযায়ী, কোরবানির মাংসের তিন ভাগ করা হয়। এক তৃতীয়াংশ দেওয়া হয় গরীব-দুঃস্থদের। বাকি অংশের মধ্যে আত্মীয়-বন্ধুরা পান এক তৃতীয়াংশ মাংস এবং শেষ ভাগ পরিবারের সদস্যরা।