newsbazar24 : এবার নার্সদের কাজ হয়ত শেষ হতে চলেছে পশ্চিম বঙ্গে। আগামি কয়েক বছরের মধ্যে নার্সদের নতুন করে নিয়োগ বন্ধ হয়ে যাবে এই রাজ্যে।কারন পূর্ব ভারতে এই প্রথম মধ্যমগ্রামের এক বেসরকারি হাসপাতালে যান্ত্রিক নার্সের কাজ উদ্বোধন করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। ফলে আজ থেকে রুগীদের দেখাশোনা থেকে ইনজেকশন দেওয়ার কাজ করবে এই যান্ত্রিক নার্স ।
মন্ত্রী রথীন ঘোষ জানান, আপাতত সাধারন পরিষেবার ক্ষেত্রে এই রোবট ব্যবহার করা হলেও পরবর্তীতে এই হাসপাতালে রোবটিক সার্জারির কাজ শুরু করবে। এবং আমার বিশ্বাস খুব ভালো কাজ করলে আগামিতে সব নার্সিং হোম এই পথেই হাঁটবে।
বলাবাহুল্য, এই যান্ত্রিক নার্স কোভিড সহ অন্যান্য রোগীর কাছে না গিয়েও পরিষেবা দিতে পারবে এই নার্স।ফলে পিপিই কিট পরে আর পরিষেবা দিতে হবে না নার্সদের।