Share on whatsapp
Share on twitter
Share on facebook
Share on email
Share on telegram
Share on linkedin

অভিষেককে জিজ্ঞাসাবাদে স্হগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট, তবে এখনই দিতে হবে না ২৫ লাখ

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

Newsbazar24: সুপ্রিম কোর্টে স্বস্তি মিলল না অভিষেকের। তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য কলকাতা হাইকোর্ট থেকে সিবিআই এবং ইডি যে সবুজ সংকেত পেয়েছিল, তাতে স্থগিতাদেশ দিল না শীর্ষ আদালত। শুধুমাত্র অভিষেককে যে ২৫ লাখ টাকার জরিমানা করেছিলেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা, তাতে আপাতত স্থগিতাদেশ দেওয়া হয়েছে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষ অভিযোগ করেছিলেন, ইডি এবং সিবিআই তাঁকে অভিষেকের নাম বলার জন্য চাপ দিচ্ছে। অভিযোগ জানিয়ে নিম্ন আদালতে চিঠিও দেন কুন্তল। এরপর পুলিশি হস্তক্ষেপ চেয়ে সেই চিঠি যায় হেস্টিংস থানায়। সেই মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ ছিল, কেন্দ্রীয় সংস্থা চাইলে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে। হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন অভিষেক। এরপর হাইকোর্টে মামলার বেঞ্চ বদলে যায়। শুনানি হয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। বিচারপতি সিনহাও সিবিআই জিজ্ঞাসাবাদ সংক্রান্ত পুরোনো নির্দেশই বহাল রাখেন। এরপর সিবিআই নোটিশ দিয়ে শনিবার অভিষেককে নিজাম প্যালেসে ডাকে। একদিনেরও কম সময়ে অভিষেককে ডাকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ৯ ঘণ্টা ৪০ মিনিট জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় এজেন্সি। আগামী ১০ জুলাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। যার অর্থ, এই সময়ের মধ্যে সিবিআই ফের অভিষেককে নোটিস পাঠাতে পারে।

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin