Share on whatsapp
Share on twitter
Share on facebook
Share on email
Share on telegram
Share on linkedin

অফবিট ডেস্টিনেশন খুঁজছেন? ঘুরে আসতে পারেন এই পাহাড়ি গ্রাম থেকে

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

Newsbazar24: দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং ছেড়ে অফবিট লোকেশনে এখন আগ্রহ বাড়ছে পর্যটকদের। যেখানে নিরিবিলিতে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা যায়।চারদিক ঘেরা ঘন সবুজ জঙ্গলে। আর চারদিকে উঁচু-উঁচু পাহাড়। এরই কোলে গড়ে উঠেছে ছোট্ট জনপদ রোলেপ। আর গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে খরস্রোতা রংপোখোলা। নদীর পাড়ে বসে থাকলেই কেটে যাবে সারাটা দিন।

মূলত রংপোখোলা নদীকে কেন্দ্র করেই রোলেপ হয়ে উঠেছে পর্যটন কেন্দ্র। এখানকার ঝুলন্ত সেতু দেখতেই পর্যটকদের ভিড় লেগে থাকে। যদিও রোলেপের অন্যতম আকর্ষণ হল বুদ্ধ জলপ্রপাত। ৪০ ফুট উঁচু এই জলপ্রপাত। গ্রাম থেকে বেশি দূরে নয় এই জলপ্রপাত। রংপোখোলা পাড় ধরে হেঁটে গেলেই পৌঁছে যাবেন জলপ্রপাতের কাছে। এখানেই বসে থাকলে কেটে যাবে সময়। তাছাড়া এখানে রংপোখোলা এতটাই খরস্রোতা যে হোমস্টের ঘরে বসেও শোনা যাবে নদীর বয়ে চলার শব্দ। যদিও রোলেপের পরিবেশও শান্ত। যার জেরে খরস্রোতা রংপোখোলার শব্দ ও পাখির ডাক ছাড়া আর কোনও আওয়াজ এখানে পাওয়া যায় না।

কখন যাবেন 
বছরের যে কোনও সময় আপনি রোলেপ যেতে পারেন। কিন্তু রংপোখোলার সৌন্দর্য দেখার জন্য বর্ষাকালে আপনাকে রোলেপ যেতে হবে।  

কীভাবে যাবেন
নিউ জলপাইগুড়ি থেকে রোলেপের দূরত্ব ১৪০ কিলোমিটার। গাড়িতে খরচ পড়বে প্রায় ৪,০০০ টাকা। 

কোথায় থাকবেন
রোলেপে রাত কাটানোর জন্য একাধিক হোমস্টে রয়েছে। যেখানে থাকা-খাওয়া নিয়ে খরচ হবে মাথাপিছু ১২০০ টাকা।

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

Latest News