Share on whatsapp
Share on twitter
Share on facebook
Share on email
Share on telegram
Share on linkedin

অনুব্রতর ১১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি, ফ্রিজ ২৫ ব্যাংক অ্যাকাউন্ট

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

Newsbazar24: গোরুপাচার মামলায় গ্রেপ্তার অনুব্রত মণ্ডলের  বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। সব মিলিয়ে মোট ১১ কোটি ২৬ লাখ টাকার সম্পত্তি অ্যাটাচ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুধু অনুব্রতরই নয়, তাঁর স্ত্রী ও কন্যার সম্পত্তিও অ্যাটাচ করা হয়েছে। পাশাপাশি বীরভূমের তৃণমূল জেলা সভাপতির হিসেব রক্ষক মণীশ কোঠারিরও ২৬ লাখ টাকার সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তকারীদের দাবি, নামে-বেনামে কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে অনুব্রতর। এর মধ্যে রয়েছে বোলপুরের বিভিন্ন মৌজায় বিপুল পরিমাণ জমি, শিব শম্ভু ও ভোলে ব্যোম রাইস-মিল। এর মধ্যে কোনওটা প্রয়াত স্ত্রী ছবি মণ্ডলের নামে আবার কোনওটা মেয়ে সুকন্যা মণ্ডলের নামে। আর সেই কারণেই সকল সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি, ২৫টি ব্যাংক অ্যাকাউন্টও ফ্রিজ করে দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। অনুব্রত এখন তিহাড় জেলে রয়েছেন। বুধবার তাঁর জামিনের শুনানি আরও পিছিয়ে দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। ১০ জুলাই হবে সেই শুনানি। কেষ্ট-কন্যা সুকন্যার জামিনের শুনানির দিন ধার্য হয়েছে ৯ অগস্ট। জেলে থাকা অবস্থাতেই কয়েকদিন আগে অনুব্রত আদালতে আর্জি জানিয়েছিলেন, ভোলে ব্যোম রাইস মিলের একটি অ্যাকাউন্ট যাতে ব্যবহার করতে দেওয়া হয়। নইলে সেখানকার কর্মীরা বেতন পাচ্ছেন না। তা তো হলই না, উল্টে সেই সম্পত্তি বাজেয়াপ্ত করে নিল ইডি।

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin