Share on whatsapp
Share on twitter
Share on facebook
Share on email
Share on telegram
Share on linkedin

অনুব্রতর আবার নয়া চাল, হিন্দি জানি না বলে তদন্ত আধিকারিকদের বিভ্রান্তির চেষ্টা

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

Newsbazar24:দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে দিল্লিতে ইডির হেফাজতে গরু পাচার কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত তৃণমূলের অনুব্রত মণ্ডল। মঙ্গলবার রাতে বিচারক অনুব্রত মণ্ডলের তিন দিনের ইডির হেফাজত মঞ্জুর করেছেন।
পাশাপাশি বিচারক নির্দেশ দিয়েছেন,অনুব্রতের আইনজীবী তাঁর সঙ্গে রোজ দেখা করতে পারবেন। অনুব্রতকে জেরার সময়েও তাঁর আইনজীবীকে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হয়েছে বলে মঙ্গলবার রাতে জানিয়েছিলেন অনুব্রতের আইনজীবী মুদিত জৈন। জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া সম্পূর্ণটা ভিডিয়োগ্রাফি করে রাখতে হবে।
অনুব্রতকে হেফাজতে পাওয়ার পরই অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করতে ছয় সদস্যের বিশেষ দল গঠন করেছে ইডি। নেতৃত্বে রয়েছেন দুঁদে আইপিএস অফিসার ইডির স্পেশ্যাল ডিরেক্টর সনিয়া নারাং, এছাড়াও রয়েছেন স্পেশ্যাল ডিরেক্টর বিবেক আর ওয়াদেকার, স্পেশ্যাল ডিরেক্টর রাহুল নবীন, ডিরেক্টর মনিকা শর্মা, থাকছেন সুনীল কুমার যাদব, যোগেশ শর্মা, ও সোহান কুমার শর্মা।
বুধবার সকাল থেকে অনুব্রত মণ্ডলকে জেরা করা শুরু করে ইডি। মাঝে আধঘণ্টার জন্য অনুব্রতকে নিয়ে যাওয়া হয়েছিল সরকারি হাসপাতালে। সেখান থেকে ফেরার পর আবার শুরু হয় জেরা। মঙ্গলবার গভীর রাতে অনুব্রতর মণ্ডলকে হেফাজতে পাওয়ার পর আর দেরি করেনি ইডি।
বুধবার ‘হোলি’র জন্য ছুটি থাকলেও ইডির অফিসারেরা অনুব্রতকে তাঁদের সদর দফতরে জেরা করা শুরু করেন।

প্রসঙ্গত গরু পাচার মামলায় অনুব্রতকে ২০২২ এর অগস্টে গ্রেফতার করেছিল সিবিআই। নভেম্বরে তাঁকে নিজেদের হেফাজতে নেয় ইডি। গরু পাচারের বিপুল টাকা কোথায় গেল, তা জানতে দিল্লিতে নিজেদের হেফাজতে রেখে ইডি অনুব্রতকে জেরা করতে চায়। সে জন্যই রাউস অ্যাভিনিউ আদালতের কাছে তাদের আর্জি ছিল, ১৪ দিনের জন্য অনুব্রতকে বিচার বিভাগীয় হেফাজতে দেওয়া হোক। কিন্তু মঙ্গলবার গভীর রাতে বিচারক রাকেশ কুমার দুই পক্ষের সওয়াল জবাব শেষে অনুব্রতকে ৩ দিন ইডি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। আগামী ১০ মার্চ সকালে ফের অনুব্রতকে আদালতে হাজির করাবে ইডি। গরু পাচার মামলায় এর আগেই গ্রেফতার করা হয়েছে অনুব্রতের দেহরক্ষী সায়গল হোসেনকে। সে বর্তমানে তিহার জেলে রয়েছে। ইডি সূত্রে আরও জানা যায় তাঁকে এবং অনুব্রতকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে।
এদিকে জেরা শুরুর মাঝে নতুন করে বাহানা শুরু করেছেন অনুব্রত।ইডি সূত্রে খবর দিল্লিতে গিয়ে ইডি আধিকারিকদের সঙ্গে টানা বাংলাতে কথা বলেছেন অনুব্রত মণ্ডল। সূত্রের খবর, ইডি কর্তাদের মধ্যে একজন আধিকারিক তাঁকে হিন্দিতে কথা বলার জন্য অনুরোধ করা সত্বেও তিনি জানান তাঁর হিন্দি ভাষায় সমস্যা রয়েছে। এর ফলে ইডি কর্তারা ভাষাগত সমস্যায় পড়েছেন। সূত্রের খবর এটা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন দোভাষী নিয়ে।

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin