news bazar24: অক্ষয় তৃতীয়ার পূর্ণলঘ্নে মালদা শহরের বুকে পথ চলা শুরু করলো হোটেল প্যাপিলিও।এদিন এই হোটেলের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার নামি দামি ব্যাক্তিরা। হোটেল এর কর্ণধার তথা মালদা জেলার প্রতিষ্ঠিত ব্যাবসায়ী রঞ্জন বসাক জানান , আজ থেকে ২০ বছর আগে মালদার নারায়নপুরে ওয়াটার পার্ক তৈরি করেছিলেন মালদার মানুষদের গর্ব বাড়াতে। আর সেই সময়কার স্বপ্ন ছিলো একটি উন্নত মানের হোটেল মালদায় তৈরি করার।আজ সেই স্বপ্ন পূরণ হলো । প্যাপিলিও একটি ল্যাটিন শব্দ যার অর্থ প্রজাপতি।আর সেই কারনেই প্রজাপতির মত কালার ফুল সৌন্দর্যের চিন্তাভাবনায় সাজিয়ে তোলা হয়েছে হোটেল প্যাপিলিওকে।যা ইতিমধ্যেই মানুষের মন কারতে শুরু করেছে।