শঙ্কর চক্রবর্তী (news bazar24) : অকালে চলে গেলেন অভিনেত্রী সোনালী চক্রবর্তী। তিনি বাংলা চলচিত্র জগতের বিখ্যাত অভিনেতা শঙ্কর চক্রবর্তীর স্ত্রী। ছট পুজোর পূর্ণ তিথিতে সোমবার ভোর ৪টে নাগাদ দক্ষিণ কলকাতার একটি বেসরকারী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সোনালী। বয়স হয়েছিল ৬০ বছর। তাঁর অকাল মৃত্যুতে শোকাহত টলিউড। শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় কেওড়াতলা মহাশ্মশানে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে শ্মশানে হাজির হয়েছেন ফিরহাদ হাকিম। তিনি ফুলও দিয়েছেন। এদিন শেষ বিদায়ে শ্মশানে দেখা গেলো বাংলা বিনোদন জগতের অনেককেই।
শঙ্কর আরও বলেন সোনালী অসুস্থ ছিলেন বটে, কিন্তু মনের জোড় ছিলো অনেক বেশি। এই অবস্থাতেও কাজ বন্ধ করে দেননি পুরোপুরি। তাঁকে ‘গাঁটছড়া’ ধারাবাহিকে দেখা যায় শোলাঙ্কির জেঠিমার চরিত্রেও। এবার কালীপুজোতে বাজিও পুড়িয়েছিলেন প্রাণ ভরে। স্ত্রীকে হারিয়ে একপ্রকার বাকরুদ্ধ হয়ে পড়েছেন শঙ্কর চক্রবর্তী। তিনি কথা বলার মতো অবস্থায় নেই। ঘণ্টাখানেক আগে ফেসবুকে স্ত্রী সোনালীর একটি ছবি পোস্ট করে শঙ্কর লিখেছেন, “ভরা থাক স্মৃতিসুধায়”। পরিবার বলতে একমাত্র মেয়ে সাজি থাকেন মুম্বইয়ে। তিনি সেখানেই কর্মরত।
শঙ্কর দার সাথে আমার পরিচয় ২০০৩ সাল থেকে। তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী তপন শিকদারের মাধ্যমে আমার সাথে পরিচয়। নিয়মিত ম্যাসেজে আমার সাথে কথা হয় শঙ্কর দার। একই নাম ও পদবী থাকার জন্য বেশ আপন মনে হয় শঙ্কর দাকে, সেই প্রথম দিন থেকে। কিন্ত আজ কথা বলার আর সাহাস পাচ্ছি না।
আমি একটি কথাই বলবো-
‘ সোনালি দি’ আমাদের কাছে নেই এটা যেমন সত্য,
তিনি আমাদের মধ্যেই আছেন এটাও তেমন সত্য।
দিদি ভালো থেকো, ঈশ্বর তোমার সব ভুল ভ্রান্তি ক্ষমা করে শান্তি দিন, এই কামনাই করে যাবো।
– শঙ্কর চক্রবর্তী , সম্পাদক ,news bazar24