Share on whatsapp
Share on twitter
Share on facebook
Share on email
Share on telegram
Share on linkedin

ব্যবসায়ীকে অপহরণ, তিন জনের ৪৫ বছরের জেল

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

news bazar24:
মোটা অংকের মুক্তিপণের ছক কোষেই এহেন অপহরণের সিদ্ধান্ত। ব্রিটেনের ব্যবসায়ীকে অপহরণ করেন ভারতীয় দুই ভাই ও তার এক সঙ্গী। ব্যবসায়ীর নাম বলজিৎ বাঘরল। বয়স ৩৩ বছর। ব্যবসায়ী নিজের সমস্ত কাজকর্ম মিটিয়ে গাড়িতে ওঠার সময় ঘটে ঘটনাটি।

নকল আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয় তাঁকে। চোখে কাপড়ের ফেটটি বেঁধে দিয়ে গাড়িতে তোলা হয়ে তাঁকে। সেখানে তাঁকে ঘন্টার পর ঘন্টা ভয় দেখান তাঁরা এমনকি প্রাণে মেরে ফেলার হুমকি দেয় ছোট ভাই ২৮ বছর বয়সী ডেভিড বাঘরল ও তার সঙ্গী শানু নামের বছর বাইশের এক যুবক।

উদ্দেশ্য একটাই ছিল মোটা অংকের মুক্তিপণের দাবি। তবে শেষমেষ তাঁরা তাদের মুক্তিপণ অর্থাৎ ১৯ হাজার পাউন্ড যা ভারতীয় মুদ্রায় ২০ লক্ষ ৪২ হাজার টাকা তা পেয়েও যান তবেই ওই ব্যবসায়ী এই ঘেরাটোপ থেকে মুক্তিও পান। তবে পুলিশ এই ঘটনা তদন্ত নেমে সিসিটিভি ফুটেছে চেক করেন। সেই মাধ্যম ধরেই ওই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তবে তিন অভিযুক্তের মধ্যে দুজন তাদের দোষ অস্বীকার করলেও শানু তাঁর দোষ স্বীকার করে নেন। সেদেশের আদালত তাদের আপাতত ৪৫ বছরের কারাদণ্ডের দণ্ডিত করেছে।

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

Latest News

সম্পর্কিত খবর