Share on whatsapp
Share on twitter
Share on facebook
Share on email
Share on telegram
Share on linkedin

স্বাস্থ্য দপ্তরে নিয়োগ দুর্নীতি, তৃণমূল নেতা মন্ত্রীদের নিয়ে গঠিত নিয়োগ কমিটি বাতিল হাইকোর্টের

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

Newsbazar 24:শিক্ষা দপ্তরের পর এবার স্বাস্থ্য দপ্তরে নিয়োগ নিয়ে হাইকোর্টের নির্দেশে অস্বস্তিতে রাজ্য সরকার।
স্বাস্থ্য দফতরে নিয়োগের জন্য জেলাস্তরে রাজ্যের একাধিক মন্ত্রী এবং শাসকদলের নেতাদের নিয়ে
গঠিত ২৮ জনের নির্বাচন কমিটি বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট । হাই কোর্ট সূত্রে জানা গিয়েছে স্বাস্থ্য দফতরের নিয়োগে নিরপেক্ষতা এবং স্বচ্ছতা বজায় রাখতেই প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।
জানা যায় এই কমিটির বিষয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। সেখানে মামলাকারীর আশঙ্কা ছিল যেখানে কমিটির বেশিরভাগ সদস্যই শাসকদলের গুরুত্বপূর্ণ নেতামন্ত্রী সেখানে স্বাস্থ্য দফতরের নিয়োগের ক্ষেত্রে বড়সড় দুর্নীতি কিংবা স্বজনপোষণ হতে পারে।
হাইকোর্টের নির্দেশ, ২০২১ সালের ২৬ নভেম্বর স্বাস্থ্য দফতরের নিয়োগের জন্য যে নির্বাচন কমিটি গঠন করা হয়েছিল, তার মাথায় কোন রাজনৈতিক ব্যক্তিত্বকে বাদ দিয়ে নিরপেক্ষ ব্যক্তিকে রাখা প্রয়োজন। তাতে নিয়োগ প্রক্রিয়ার নিরপেক্ষতা বজায় থাকবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই বিষয়টি পুনর্বিবেচনা করা দরকার।
মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আগামী দু’সপ্তাহের মধ্যে এই নির্বাচন কমিটি পুনর্গঠনের নির্দেশ দিয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের কেন্দ্রীয় স্বাস্থ্য মিশনের অধিকর্তাকে এই কমিটি গঠনের নির্দেশ দিয়েছে।
উল্লেখ্য, গত বছর নভেম্বর মাসে রাজ্যের বিজ্ঞপ্তি অনুসারে এই নির্বাচন কমিটি গঠন করা হয়েছিল স্বাস্থ্য দফতরে। সেই কমিটিতে ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, গৌতম দেব, চন্দ্রনাথ সিংহ, শান্তা ছেত্রী, মলয় ঘটক, অখিল গিরি, শেখ সুফিয়ানের মতো তৃণমূলের একাধিক নেতামন্ত্রী।

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

Latest News

সম্পর্কিত খবর