Share on whatsapp
Share on twitter
Share on facebook
Share on email
Share on telegram
Share on linkedin

TMC : সায়নী সভাপতির পদে। নতুন কমিটিতে বাদ দেওয়া হলো দেবাংশুকে, জায়গা পেলো মন্ত্রীদের ছেলে মেয়ে

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

newsbazar24 : রাজ্যের যুব তৃণমূলের নতুন কমিটি ঘোষণা করা হলো তৃনমূলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে । এই যুব কমিটির ৪৭ সদস্যের তালিকায় নতুন সভাপতির নাম সায়নী ঘোষ। খালি এই নয়  এই তালিকায় রয়েছে  রাজ্যের প্রথম সারির নেতা ও মন্ত্রীদের ছেলে-মেয়ের নাম।উল্লেখ যোগ্য বলতে গেলে অতীন ঘোষের মেয়ে প্রিয়দর্শিনী ঘোষ । প্রয়াত মন্ত্রী সাধন পান্ডের মেয়ে শ্রেয়া পান্ডে, আরও রয়েছেন ক্ষিতি গোস্বামীর মেয়ে বসুন্ধরা গোস্বামীও।

 তবে খেলা হবে ডায়লগের জনক  দেবাংশু ভট্টাচার্যর নাম পাওয়া গেলোনা  সেই তালিকা থেকে ।  উল্লেখযোগ্যভাবে বাদ দেওয়া হয়েছে তাকে । তিনি এখন পর্যন্ত যুব তৃণমূলের সাধারণ সম্পাদক ছিলেন।

খালি এই নয়  যুব তৃণমূলের রাজ্য কমিটিতে বিশেষে ভাবে যারা জায়গা পেয়েছেন তারা হলেন,  রাজ্যের মহিলা ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজার কন্যা পূজা পাঁজা। চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে সৌরভ ভট্টাচার্য, শঙ্কর সিংয়ের ছেলে শুভঙ্কর, কৃষ্ণ প্রতাপ সিংয়ের ছেলে শক্তি প্রতাপ, সঞ্জয় বক্সির ছেলে সৌম্য বক্সি, শোভনদেবের ছেলে সায়নও যুব তৃণমূলের রাজ্য কমিটিতে রয়েছেন।

দলে নতুন মুখ আনতে এঁদের আনা হলেও,কেন  তৃণমূলের তরুণ প্রজন্মের অন্যতম জনপ্রিয় মুখ দেবাংশু ভট্টাচার্য সেই তালিকায় নেই এই নিয়ে নিচু তলার কর্মীদের মধ্যে ক্ষোভ শুরু হয়েছে। যদিও এ বিষয়ে দেবাংশুর সরাসরি কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

সম্পর্কিত খবর