রাজ্যে শিল্পায়নের দাবিতে সিঙ্গুর থেকে রাজভবন পর্যন্ত পদযাত্রায় সারা ভারত কৃষক সভা
Newsbazar 24 ডেস্ক, কলকাতা, ২৮ নভেম্বর : সারা ভারত কৃষকসভার তরফ থেকে সিঙ্গুর-সহ রাজ্যে শিল্পায়নের দাবিতে সিঙ্গুর থেকে রাজভবন পর্যন্ত পদযাত্রার আয়োজন করা হয়েছিল। আজ সকালে সিঙ্গুর থেকে পদযাত্রার সূচনা করেন প্রাক্তন সাংসদ হান্নান মোল্লা। আজ সারাদিন চলার পর আগামীকাল ২৯ নভেম্বর পদযাত্রা শেষে রানি রাসমনি রোডে সমাবেশের আয়োজন করা হয়েছে সারা ভারত কৃষকসভার তরফ থেকে। জমিতে চাষ নেই, হাতে কাজ নেই এই স্লোগানের মধ্য দিয়ে শুরু হলো সিঙ্গুর থেকে রাজভবন অভিযান। রাজ্যের কয়েক হাজার কৃষক, খেতমজুর সিঙ্গুর রতনপুর মোড়ে বুধবার সকাল দশটায় ৫২ কিলোমিটার দীর্ঘ পদযাত্রার সূচনা করেন সারা ভারত কৃষকসভার সর্বভারতীয় সাধারণ সম্পাদক হান্নান মোল্লা।পদযাত্রা উদ্বোধন করে হান্নান মোল্লা বলেন, সিঙ্গুরের মানুষ প্রতারিত হয়েছেন। সিঙ্গুরে শিল্পায়ন হয়নি, চাষও হয়নি। সিঙ্গুর নিয়ে মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন। তিনি আরও অভিযোগ করেন কৃষকদের ফসলের ন্যায্যমূল্যের দাম যাতে পায় তার কোন উদ্যোগ নেয়নি। কৃষক ও কৃষি নিয়ে হান্নান মোল্লা কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন। স্লোগানে স্লোগানে এগিয়ে চলছে পদযাত্রা। কৃষক, খেতমজুর পরিবারসহ সব বেকারের কাজের দাবীতে। পদযাত্রায় অংশগ্রহণকারীদের অভিযোগ কেন্দ্রে মোদী সরকারের বছরে দু'কোটি বেকারের কর্মসংস্থান আর রাজ্যে মমতা সরকারের মিথ্যা প্রতিশ্রুতি বছরে দু'লক্ষ বেকারের কর্মসংস্থান। কেন্দ্র ও রাজ্য দুই সরকারই কর্মসংস্থানের প্রশ্নে ব্যর্থ। আরও অভিযোগ, গত সাড়ে সাত বছরে রাজ্যে গড়ে ওঠেনি একটিও নতুন শিল্প। চাকরি নেই, জব ফেয়ার বাতিল করেছে সরকার, এসএ সি আর টেট পরীক্ষায় সীমাহীন দুর্নীতি। আয় কমছে কৃষিতে। ভারতের জাতিগত আর্থ-সামাজিক গণনার রিপোর্ট অনুযায়ী, গ্রামীণ জনগণের চার ভাগের মধ্যে তিন ভাগের মাসিক আয় ৫০০০টাকার নিচে। অন্যদিকে দেশি-বিদেশি কর্পোরেটের হাতে রয়েছে দেশের সম্পদের সিংহভাগ। মিছিলে অন্যদের মধ্যে অংশ নেন সংগঠনের রাজ্য সম্পাদক অমল হালদার, সারা ভারত খেতমজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক অমিয় পাত্র, কৃষকসভার হুগলি জেলা সম্পাদক ভক্তরাম পান।