Newsbazar24.com / খেলা

 • চলতি আই লীগে সবচেয়ে বড় ব্যবধানে জয় লাল হলুদের , লীগ খেতাবের লড়াইয়ে টিঁকে থাকল ইস্টবেঙ্গল।

  24-Feb-18 02:28 pm


  ডেস্ক,  আই লীগ খেতাবের লড়াইয়ে  টিঁকে থাকতে হলে সব ম্যাচ জিততে হবে লাল হলুদকে এই অবস্থায় খেলতে নেমে চেন্নাই সিটি এফসিকে দুরমুস করে দিলেন  ইস্টবেঙ্গল খেলোয়াড়রা ডুডু ওমাগবেমি একাই করলেন চারগোল সবমিলিয়ে - গোলে চেন্নাইকে হারিয়ে অন্যতম বড় জয় পেল লাল-হলুদ শিবির
  ঘরের মাঠ যুবভারতীতে খেলতে নেমে  প্রথম থেকেই  আক্রমনাত্মক ফুটবল হেলতে শুরু করে ইস্টবেঙ্গল সল্টলেক স্টেডিয়ামে মূল লক্ষ্য ছিল জয় তাকে ছাপিয়ে আরও গনগনে আঁচে জ্বলে উঠল মশাল ডুডু করলেন মরশুমের প্রথম হ্যাটট্রিক কেরলের গোকুলাম এফসি- বিরুদ্ধে - হেরে যাওয়ার পরে কোচ খালিদ জামিল চারটি পরিবর্তন করেছিলেন দলে অর্ণব মন্ডল, ডানমাওইয়া, সামাদ ইয়ামিকে সরিয়ে দলে আনা হয় গুরবিন্দর, মেহতাব, ব্র্যান্ডন আনসুমানাহকে মাঝমাঠে মেহতাব আল-আমনার জুটি ম্যাচ ধরে নেয় তবে গোলের সুযোগ পেলেও মেহতাব গোল করতে পারেননি আল আমনা ছিলেন দারুণ ভয়ঙ্কর বক্সের মধ্যে ২০ মিনিটের মাথায় প্রথম গোল করেন তবে চেন্নাইয়ের গোলকিপার কবীর দুটি নিশ্চিত গোল বাঁচিয়ে দেন ২৩ মিনিটের মাথায় চেন্নাইয়ের ধর্মরাজ নিজের গোলে বল জড়িয়ে দেন তারপরে ম্যাচের ৩২ মিনিটে প্রথম গোল করেন ডুডু দ্বিতীয়ার্ধে ৪৯ মিনিট, ৫৬ মিনিট ৬১ মিনিটে ফের গোল করেন ডুডু ততক্ষণে হ্যাটট্রিক হয়ে গিয়েছে ৮৪ মিনিটের মাথায় গ্যাব্রিয়েল ফার্নান্ডেজ ৮৪ মিনিটে গোল করে শেষ পেরেক পোঁতেন চেন্নাইয়ের কফিনে চেন্নাইয়ের হয়ে ৫৯ মিনিটের মাথায় মশহুর শরিফ একমাত্র গোল করেন এই ম্যাচে জিতে ১৬ ম্যাচে ৮টি জয় ২৯ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল ইস্টবেঙ্গল


   

  Read : 1318

Related Posts

পুরাতন মালদা এ টি সির উদ্যোগে ১০ কিমি রোড রেসএ প্রথম ফালাকাটার হাসিবুল,দ্বিতীয় ও তৃতীয় মালদার তিলক মণ্ডল ও অনুপ ঘোষ।
অজস্র গোলের সুযোগ নষ্ট করে ভারত ২-০ তে পরাজিত সংযুক্ত আরব আমিরশাহীর কাছে।
এএফসি এশিয়ান কাপের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত জয় ভারতের,মেসিকে টপকে গেলেন সুনীল।
ভারতের ক্রিকেটে ইতিহাস ,অস্ট্রেলিয়ায় সর্ব প্রথম টেস্ট সিরিজ জয়, বৃষ্টি ভেস্তে দিল সিডনি টেস্ট,
এস আর এম বি কাপ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান মালদা অনীক সংঘ
এস আর এম বি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি মালদা অনীক সংঘ ও সবুজ সংঘ বহরমপুর
কালিতলা ক্লাবের পরিচালনায় এস আর এম বি কাপের ফাইনালে সবুজ সংঘ বহরমপুর
চতুর্থ টেস্টের জন্য ভারতীয় দলের ১৩ জনের নাম ঘোষনা করল বিসিসিআই
কালিতলা ক্লাবের পরিচালনায় ১৮তম এস.আর.এম.বি.কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হল।