Newsbazar24.com / সবার জন্য

 • কবিতা হে ধরণী

  22-Feb-18 12:49 pm


  হে ধরণী
  

  অপর্না চক্রবর্তী ,মালদা

   

  হে ধরণী আমি যদি হতে পারতাম

  তোমার বুকে একফোঁটা শিশির বিন্দু

  শান্ত স্নিগ্ধ হয়ে যেত আমার হৃদয়টা

  হে ধরণী আমি যদি হতে পারতাম

  তোমার বুকে সবুজ বনানী

  ঝোড় হাওয়া হয়ে বইয়ে যেতাম।

  আমি যদি হতে পারতাম তোমার আকাশে

  এক ফালি চাঁদ-

  তোমার আঙিনা আলোয় আলোয় ভরিয়ে দিতাম

  আমি যদি হতে পারতাম তোমার বুকে

  একরাশ কালো মেঘ-

  বৃষ্টি হয়ে ঝড়ে যেতাম।

  হে ধরণী আমি যদি হতে পারতাম

  তোমার আকাশে ডানা মেলে ওড়া ছোট্ট একটা পাখি

  হয়তো তার জীবনে কোন দাম নেই,

  যখন তখন কেউ কেড়ে নিতে পারে-

  তার নিস্পাপ প্রানটা।

  তবুও ছিল অনেক ভালো।

  আমি যদি হতে পারতাম তোমার বুকে নরকের কীট

  তবুও ছিল অনেক শ্রেয়।

  হে ধরণী আমি যদি পরজন্মে তোমার বুকে

  কোনোদিন ফিরে আসি

  মানুষ হয়ে যাতে জন্মগ্রহন না করি,

  যে বড় লজ্জার।

  তোমার দুনিয়া ভরে গেছে মানুষে মানুষে লড়াই

  হিংসা বিবাদ নোংরা রাজনীতি

  আর সার্থসিদ্ধির প্রতিযোগিতা।

  হে ধরণী কবে আসবে সেই সুদিন?

  কবে আসবে সেই বিনয় বাদল দিনেশ

  আর নেতাজীর সেই যুগ?

  আগামী দিনের সমাজ যেদিন তুলে ফেলবে

  ওই নোংরা আগাছার মূল

  Read : 1385

Related Posts

বাজারে এন্ড্রোয়েড এবং উইন্ডোজ ফোন এর ছড়াছড়ি। জেনে নিন কি আছে এই দুই ফোনের পার্থক্য।
বাজারে তাল খুব সস্তা। জেনি নিন তালের নানা রেসিপি
মুক্তি পেলো "আমি রাজনীতি চাইনা"
মন চাইলেই বাড়িতে বানিয়ে খান বিরিয়ানী,জেনে নিন কিভাবে বানাবেন বিরিয়ানী
উইন্ডোজ ১০ এ আপগ্রেড করার পর থেকেই আপনাকে সমস্যাই পড়তে হচ্ছে ? জেনে নিন কিভাবে সমস্যা থেকে মুক্তি পাবেন
নিজেই বানিয়ে নিন টুথপেস্ট , জেনে নিন কিভাবে তৈরি করবেন টুথপেস্ট
ঘরোয়া পদ সব সময় ভাল লাগে না।তাই আজ রেস্তোরাঁর মতো চিকেন দো পেঁয়াজা হয়ে যাক
কয়েকটি ঘরোয়া উপায়ে মুখের দাগ সহজে দূর করুন
শেষ হলো ডাইনী প্রথার বিরুদ্ধে রাজকুমার দাসের পরিচালনায় "অন্তরালে"শর্ট ফিল্ম