Newsbazar24.com / রাজ্য

  • নদীয়ার চাপরায় বাজ পড়ে মৃত ৪,এলাকায় শোকের ছায়া

    16-May-18 09:19 am


    অভিজিৎ সরকার : নদিয়ার চাপড়া থানার সীমানগর বাজ পড়ে মৃত চার। মৃতদের সকলের বাড়ি সীমানগর। মৃতেরা হল কালাচাঁদ সেখ(৬০), কামাল সেখ (৫০), নাজিজুল সেখ(৩০) আজিজুল সেখ(২৫)।জানা গিয়েছে, নাজিজুল সেখ ও আজিজুল সেখ দুই ভাই। মৃতের পরিবারগুলিতে নেমে এসেছে শোকের ছায়া। তারা সকলেই সীমানগর বিএসএফ ক্যাম্পের পিছনের মাঠের একটি পাটক্ষেতে লেবারের কাজে গিয়েছিল। সকাল ১১ .২০ নাগাদ বৃষ্টি শুরু হলে মাঠের পাশে স্যলো মেসিন রাখা ঘরে আশ্রয় নেয়। সেখানে বাজ পড়লে ঘটনা স্থলেই মৃত্যু হয় চার জনের। বিএসএফ ক্যাম্পের জওয়ানরা তাদের উদ্ধার করে চাপড়া হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক সকলকে মৃত বলে ঘোষনা করা হয়।- ফটো , কৃষ্ণেন্দু বিশ্বাস

    Read : 168

Related Posts