Newsbazar24.com / দেশ

  • বারাণসীতে নির্মীয়মাণ ফ্লাইওভার ভেঙে পড়ে মৃত্যু ১২ জনের।

    15-May-18 03:29 pm


     Newsbazar, ১৫ইমেঃ ফিরল পোস্তা ফ্লাইওভার দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি। উত্তর প্রদেশের বারাণসীতে নির্মীয়মাণ ফ্লাইওভার ভেঙে পড়ে মৃত্যু হয়েছে ১২ জনের। মনে করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে, ভগ্নস্তূপে আটকে রয়েছেন অন্তত ৫০ জন। তাঁদের উদ্ধারের কাজ চলছে। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।
    বারাণসীর ক্যান্টনমেন্ট রেলস্টেশনের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, যাঁরা ভগ্নস্তূপে আটকে রয়েছেন তাঁদের বেশিরভাগ জনই শ্রমিক। তাঁরা ফ্লাইওভারের নির্মাণ কাজের কর্মী। এদিকে, ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। পরিস্থিতি খতিয়ে দেখতে  ঘটনাস্থলে পৌঁছন উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব কুমার মৌর্য। এদিন , মৃতদের পরিবারের জন্য় ৫ লাখ টাকা ও গুরুতর আহতদের পরিবারের জন্য ২ লাখ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী।

    Read : 86

Related Posts

জ্বালানি, রান্নার গ্যাস সহ একাধিক জিনিসের অগ্নিমূল্যের বিরুদ্ধে ভারত বনধের ডাক কংগ্রেসের।
আসামের গুয়াহাটিতে ব্রহ্মপুত্র নদীতে এক ভয়ানক নৌকাডুবি, মৃত ২,নিখোঁজ ২৬ জন।
কেরলের সিপিএম বিধায়কের বিরুদ্বে যৌন হেনস্থার অভিযোগ দলের সদস্যার।
ফেসবুকে ৫ হাজার ফোলোয়ার ও নিউজ পোটাল গুলো পড়ার অভ্যাস না থাকলে আর মিলবে না টিকিট
গাড়ি লক্ষ্য করে পাথর ছোঁড়ে দুষ্কৃতীরা। অল্পের জন্য রক্ষা পেলো শিবারাজ সিং চৌহান
ভারতের ব্যাঙ্কিং ক্ষেত্রে নয়া দিশা দেখাবে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক-প্রধানমন্ত্রী
শুক্রবার ফের তেলের দাম বাড়াল রাষ্ট্রীয় তেল কোম্পানিগুলি।
কাশ্মীরের অনন্তনাগে জঙ্গি হিজবুল জঙ্গি গোষ্ঠীর দুই জঙ্গি খতম, ফেরার পথে জঙ্গী হামলায় ৪ পুলিশ কর্মী শহীদ।
আরএসএস আয়োজিত আলোচনা সভায় আমন্ত্রণ পেতে চলেছেন রাহুল গান্ধী ও সীতারাম ইয়েচুরি।