Newsbazar24.com / দেশ

 • আগামী ২৪ ঘন্টায় আবহাওয়া সংক্রান্ত আভাস

  15-May-18 02:33 pm


  Newsbazar,১৫ইমেঃ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের  পূর্বাভাসে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ, সিকিম-সহ অসম, মেঘালয়া, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম ও ত্রিপুরায় আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে বৃষ্টি হবে জন্মু ও কাশ্মীর, হিমাচলপ্রদেশ এবং উত্তরাখন্ডেও। আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে পাকিস্তান এবং সংলগ্ন আফগানিস্হানে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। সেটি আগামী ৪৮ ঘন্টায় পূর্বদিকে সরে যাবে। মধ্য পাকিস্হান এবং সংলগ্ন উত্তর-পশ্চিম রাজস্হান এবং পাঞ্জাবে সাইক্লোনের একটি চক্রও রয়েছে। ২৪ ঘন্টার পর এটি দুর্বল হয়ে পড়বে। একইসঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরাংশে এবং সন্নিহিত অঞ্চলে সাইক্লোনের একটি চক্র রয়েছে। আগামী ২৪ ঘন্টা সেটি ঐ অঞ্চলে থাকবে, এরপর এটি দুর্বল হয়ে পড়বে।

   

   

   

  Read : 68

Related Posts

লোকসভায় ভাষন শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আলিঙ্গন করে সংসদ মাত করে দিলেন রাহুল গান্ধী।
আগামী অগাস্ট বা সেপ্টেম্বরের মধ্যেই নতুন ১০০টাকার নোট বাজারে আসতে চলেছে
ছত্তিসগড়ের বস্তারে মাওবাদীদের সাথে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৮ মাওবাদী নিহত
বিরোধীদের হই হট্টগোলের মধ্যেই আজ বুধবার শুরু হল সংসদের বাদল অধিবেশন।
ভারতে আয়করহানায় সর্বপ্রথম বিপুল পরিমানে কালো টাকা ও সোনা উদ্বার।
নিজের বিরুদ্ধেই এফআইআর দায়ের ইউপির পুলিস রাজেন্দ্র ত্যাগীর
আজ জগন্নাথ দেবের রথযাত্রা। গোটা পুরী জুড়ে শুধুই উত্সবের মেজাজ।
কাশ্মীরে জঙ্গি হামলার শিকার সিআরপিএফ জওয়ানরা : এলাকাজুড়ে শুরু হয়েছে জোর তল্লাশি।
হাসপাতাল গাড়ী দিতে অস্বীকার করায় মায়ের মৃতদেহকে মোটরসাইকেলে চাপিয়ে হাসপাতালের পথে।