Newsbazar24.com / দেশ

 • আগামী ২৪ ঘন্টায় আবহাওয়া সংক্রান্ত আভাস

  15-May-18 02:33 pm


  Newsbazar,১৫ইমেঃ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের  পূর্বাভাসে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ, সিকিম-সহ অসম, মেঘালয়া, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম ও ত্রিপুরায় আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে বৃষ্টি হবে জন্মু ও কাশ্মীর, হিমাচলপ্রদেশ এবং উত্তরাখন্ডেও। আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে পাকিস্তান এবং সংলগ্ন আফগানিস্হানে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। সেটি আগামী ৪৮ ঘন্টায় পূর্বদিকে সরে যাবে। মধ্য পাকিস্হান এবং সংলগ্ন উত্তর-পশ্চিম রাজস্হান এবং পাঞ্জাবে সাইক্লোনের একটি চক্রও রয়েছে। ২৪ ঘন্টার পর এটি দুর্বল হয়ে পড়বে। একইসঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরাংশে এবং সন্নিহিত অঞ্চলে সাইক্লোনের একটি চক্র রয়েছে। আগামী ২৪ ঘন্টা সেটি ঐ অঞ্চলে থাকবে, এরপর এটি দুর্বল হয়ে পড়বে।

   

   

   

  Read : 154

Related Posts

চিকিৎসা জগতে অবিস্মরণীয় কীর্তি ভারতীয় চিকিৎসকের ,বিশ্বে প্রথম টেলিরোবটিক সার্জারি
বিশ্বকাপ হকির গুরুত্বপূর্ণ ম্যাচ ভারত ও বেলজিয়ামের মধ্যে অমীমাংসাসিত
ভারতের পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন সুনীল অরোরা
দীর্ঘ ছয় মাস পর ডিসেম্বর থেকে রান্নার গ্যাসের দাম কিছুটা কমছে।
উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার ডামটাতে ভয়াবহ বাস দুর্ঘটনা মৃত ১২ জন
কাশ্মীরের ভারত পাক সীমান্তে সেনার এনকাউন্টারে খতম তিন জঙ্গি, প্রচুর পরিমাণ অস্ত্র উদ্ধার
প্রধানমন্ত্রী বারাণসীতে গঙ্গা নদীর ওপর নির্মিত মাল্টি-মোডাল টার্মিনাল জাতির উদ্দেশে উৎসর্গ করবেন আগামী সোমবার
বিশেষভাবে সক্ষম যুবসম্প্রদায়ের সামনে তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সমস্যাগুলি মোকাবিলা করার জন্য শিবির।
নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম জইশ-ই-মহম্মদ প্রধানের ভাইপো উসমান হায়দারের।