Newsbazar24.com / দেশ

 • আগামী ২৪ ঘন্টায় আবহাওয়া সংক্রান্ত আভাস

  15-May-18 02:33 pm


  Newsbazar,১৫ইমেঃ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের  পূর্বাভাসে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ, সিকিম-সহ অসম, মেঘালয়া, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম ও ত্রিপুরায় আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে বৃষ্টি হবে জন্মু ও কাশ্মীর, হিমাচলপ্রদেশ এবং উত্তরাখন্ডেও। আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে পাকিস্তান এবং সংলগ্ন আফগানিস্হানে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। সেটি আগামী ৪৮ ঘন্টায় পূর্বদিকে সরে যাবে। মধ্য পাকিস্হান এবং সংলগ্ন উত্তর-পশ্চিম রাজস্হান এবং পাঞ্জাবে সাইক্লোনের একটি চক্রও রয়েছে। ২৪ ঘন্টার পর এটি দুর্বল হয়ে পড়বে। একইসঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরাংশে এবং সন্নিহিত অঞ্চলে সাইক্লোনের একটি চক্র রয়েছে। আগামী ২৪ ঘন্টা সেটি ঐ অঞ্চলে থাকবে, এরপর এটি দুর্বল হয়ে পড়বে।

   

   

   

  Read : 90

Related Posts

জ্বালানি, রান্নার গ্যাস সহ একাধিক জিনিসের অগ্নিমূল্যের বিরুদ্ধে ভারত বনধের ডাক কংগ্রেসের।
আসামের গুয়াহাটিতে ব্রহ্মপুত্র নদীতে এক ভয়ানক নৌকাডুবি, মৃত ২,নিখোঁজ ২৬ জন।
কেরলের সিপিএম বিধায়কের বিরুদ্বে যৌন হেনস্থার অভিযোগ দলের সদস্যার।
ফেসবুকে ৫ হাজার ফোলোয়ার ও নিউজ পোটাল গুলো পড়ার অভ্যাস না থাকলে আর মিলবে না টিকিট
গাড়ি লক্ষ্য করে পাথর ছোঁড়ে দুষ্কৃতীরা। অল্পের জন্য রক্ষা পেলো শিবারাজ সিং চৌহান
ভারতের ব্যাঙ্কিং ক্ষেত্রে নয়া দিশা দেখাবে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক-প্রধানমন্ত্রী
শুক্রবার ফের তেলের দাম বাড়াল রাষ্ট্রীয় তেল কোম্পানিগুলি।
কাশ্মীরের অনন্তনাগে জঙ্গি হিজবুল জঙ্গি গোষ্ঠীর দুই জঙ্গি খতম, ফেরার পথে জঙ্গী হামলায় ৪ পুলিশ কর্মী শহীদ।
আরএসএস আয়োজিত আলোচনা সভায় আমন্ত্রণ পেতে চলেছেন রাহুল গান্ধী ও সীতারাম ইয়েচুরি।