Newsbazar24.com / দেশ

 • আগামী ২৪ ঘন্টায় আবহাওয়া সংক্রান্ত আভাস

  15-May-18 02:33 pm


  Newsbazar,১৫ইমেঃ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের  পূর্বাভাসে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ, সিকিম-সহ অসম, মেঘালয়া, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম ও ত্রিপুরায় আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে বৃষ্টি হবে জন্মু ও কাশ্মীর, হিমাচলপ্রদেশ এবং উত্তরাখন্ডেও। আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে পাকিস্তান এবং সংলগ্ন আফগানিস্হানে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। সেটি আগামী ৪৮ ঘন্টায় পূর্বদিকে সরে যাবে। মধ্য পাকিস্হান এবং সংলগ্ন উত্তর-পশ্চিম রাজস্হান এবং পাঞ্জাবে সাইক্লোনের একটি চক্রও রয়েছে। ২৪ ঘন্টার পর এটি দুর্বল হয়ে পড়বে। একইসঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরাংশে এবং সন্নিহিত অঞ্চলে সাইক্লোনের একটি চক্র রয়েছে। আগামী ২৪ ঘন্টা সেটি ঐ অঞ্চলে থাকবে, এরপর এটি দুর্বল হয়ে পড়বে।

   

   

   

  Read : 43

Related Posts

বিষাক্ত মদপানে মৃত্যু ১১জনের গুরুতর অসুস্থ বহু মানুষ।
কাশ্মীরে এশিয়ার সবচেয়ে দীর্ঘতম(১৪ কিঃমিঃ) জোজিলা টানেল-র কাজের শুভ সূচনা করলেন প্রধানমন্ত্রী।
আবার ছত্তিসগড়ে মাওবাদী হামলায় নিহত নিরাপত্তাবাহিনীর ছয় জওয়ান
কর্ণাটকে ইয়েদুরাপ্পা আস্থা ভোটে না গিয়ে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা,রাহুলের কড়া ভাষায় আক্রমণ বিজেপিকে।
রণবীর কাপুর ও আলিয়া ভাট কি নূতন সম্পর্কে ?
কর্ণাটকে ইয়েদুরাপ্পা সরকার আগামীকাল শক্তি পরীক্ষা দিতে হবেঃ সুপ্রিম কোর্ট
কর্ণাটকে পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন ইয়েদুরাপ্পা সূত্রের খবর।
বারাণসীতে নির্মীয়মাণ ফ্লাইওভার ভেঙে পড়ে মৃত্যু ১২ জনের।
আগামী ২৪ ঘন্টায় আবহাওয়া সংক্রান্ত আভাস