Newsbazar24.com / দেশ

 • আগামী ২৪ ঘন্টায় আবহাওয়া সংক্রান্ত আভাস

  15-May-18 02:33 pm


  Newsbazar,১৫ইমেঃ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের  পূর্বাভাসে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ, সিকিম-সহ অসম, মেঘালয়া, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম ও ত্রিপুরায় আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে বৃষ্টি হবে জন্মু ও কাশ্মীর, হিমাচলপ্রদেশ এবং উত্তরাখন্ডেও। আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে পাকিস্তান এবং সংলগ্ন আফগানিস্হানে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। সেটি আগামী ৪৮ ঘন্টায় পূর্বদিকে সরে যাবে। মধ্য পাকিস্হান এবং সংলগ্ন উত্তর-পশ্চিম রাজস্হান এবং পাঞ্জাবে সাইক্লোনের একটি চক্রও রয়েছে। ২৪ ঘন্টার পর এটি দুর্বল হয়ে পড়বে। একইসঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরাংশে এবং সন্নিহিত অঞ্চলে সাইক্লোনের একটি চক্র রয়েছে। আগামী ২৪ ঘন্টা সেটি ঐ অঞ্চলে থাকবে, এরপর এটি দুর্বল হয়ে পড়বে।

   

   

   

  Read : 169

Related Posts

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে জঙ্গি আইইডি বিশেষজ্ঞ সহ আর এক জঙ্গির মৃত্যু হল।
দায়িত্ব নেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে ফের অপসারিত সিবিআই প্রধান অলোক বর্মা,
তৃনমূলের ডাকা ব্রিগেডের মহাসভায় বামপন্থী দলগুলি উপস্থিত থাকবে না
বিজয়া ব্যাঙ্ক ও দেনা ব্যাঙ্ক ব্যাঙ্ক অব বরোদার সাথে সংযুক্তিকরনের সিদ্বান্ত অনুমোদিত হল
কেন্দ্রীয় তথ্য কমিশনে মুখ্য তথ্য কমিশনার শ্রী সুধীর ভার্গব সহ ৪ জন তথ্য কমিশনার শপথ নিলেন
"ধন্যবাদ জানিয়ে ভারতীয় সেনাকে ছোটো করব না। তাদেরকে স্যালুট। তাঁরাই রিয়েল হিরো।"
কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদিত হল খসড়া ন্যাশনাল কমিশন ফর হোমিওপ্যাথি বিল ২০১৮
কাশ্মীরে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইতে নিহত কুখ্যাত জঙ্গি জাকির মুসা সহ ৫জন।
গ্রেফতার তোলাবাজির মামলায় অভিযুক্ত ভারতী ঘোষের সহযোগী