Newsbazar24.com / রাজ্য

  • নদীয়ায় ভোটের বলি ১ তৃণমূল কর্মী: রাজ্যে মোট মৃত্যুর সংখ্যা ৪

    14-May-18 05:13 am


    News bazar24 : নদীয়ার নাকাশিপাড়ায় গুলিবিদ্ধ হয়ে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃতের নাম ভোলা শেখ দফাদার। এরফলে ভোটে মৃতের সংখ্যা বেড়ে হল ৪। সোমবার সকাল ৭টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষিপ্ত হিংসা, অশান্তির খবর মিলতে শুরু করে। উত্তর ২৪ পরগনার আমডাঙায় ভোটের প্রথম বলি হন এক সিপিএম সমর্থক। বোমাবাজিতে মৃত্যু হয় তাঁর। এর পরই দক্ষিণ ২৪ পরগনার কুলতলির নয়াপাড়ায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তৃণমূল কর্মী আরিফ আলি গাজির। অন্য দিকে, নদীয়ার শান্তিপুরে গণপিটুনিতে মৃত্যু হয় সঞ্জিত প্রামাণিক নামে এক দুষ্কৃতীর।

    Read : 113

Related Posts