Newsbazar24.com / দেশ

 • বুথ ফেরত সমীক্ষায় কর্ণাটকে ত্রিশঙ্কু বিধানসভা হচ্ছে,একক বৃহত্তম দল হতে পারে বিজেপি।

  13-May-18 03:31 am


  Newsbazar24 ডেস্ক,১৩ইমেঃ গতকাল কর্ণাটক বিধানসভা নির্বাচন -২০১৮  শেষ হওয়ার পর সন্ধ্যায় ভারতের বেশ কয়েকটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সমীক্ষক সংস্থা  এবং স্থানীয় কন্নড় ভাষার  সংবাদমাধ্যমও নিজেদের সমীক্ষা ফলাফল প্রকাশ করেছেতাতে দেখা যাচ্ছে  ত্রিশঙ্কু বিধানসভা হচ্ছে দক্ষিনের  এই  গুরুত্বপূর্ণ রাজ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার জেডি (এস)-এর কিংমেকার হয়ে ওঠার সম্ভাবনা প্রচন্ড ২২৪টি আসনের মধ্যে ২২২টি আজ ভোটগ্রহণ হয়েছে সরকার গড়তে চাই কমপক্ষে  ১১৩জন বিধায়ক

  এবার এক নজরে দেখে নেওয়া যাক কার কি ফলাফল   

  এবিপি নিউজ-সি ভোটারের সমীক্ষা অনুসারে বিজেপি পেতে পারে ৯৭ থেকে ১০৭টি আসন কংগ্রেস ৮৭ থেকে ৯৯টি, জেডি (এস) ২১ থেকে ৩০টি অন্যান্যরা ৪টি আসন পেতে পারে

  টাইমস নাও-ভিএমআরের  হিসাব অনুযায়ী, কংগ্রেস ৯০ থেকে ১০৩টি আসন পেতে পারে বিজেপি পেতে পারে  ৮০-৯৩টি আসনজেডি(এস)- পেতে পারে ৩১-৩৯টি আসন

  রিপাবলিক টিভি-  সমীক্ষায় বিজেপি- ঝুলিতে যেতে পারে  ৯৫-১০৪টি আসনকংগ্রেসকে পেতে পারে ৭৩ থেকে ৮২টি আসন দেবগৌড়ার দল পেতে পারে ৩২-৪৩টি আসন
  নিউজএক্স সমীক্ষায় জানিয়েছে বিজেপি, কংগ্রেস জেডি (এস) যথাক্রমে ১০২-১১০, ৭২-৭৮ ৩৫-৩৯টি আসন পেতে পারে
  ইন্ডিয়া টুডে- অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা অনুসারে ১০৬-১১৮টি আসন পেতে পারে কংগ্রেস, বিজেপি ৭৯ থেকে ৮২টি  দেবগৌড়ার দল পেতে পারে ২২-৩০টি আসন 

  কন্নড় সংবাদমাধ্যম বিজয়বাণীর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বিজেপি ১০৫টি আসন পেতে পারে   কংগ্রেস পেতে পারে ৭৮টি আসন জেডিএস পেতে পারে ৩৩টি আসন এছাড়া অন্যান্যরা পেতে পারে ৬টি আসন
  স্থানীয় সুবর্ণবাণী সংবাদমাধ্যমের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী কংগ্রেস সবচেয়ে বেশি আসন পেতে পারে কংগ্রেস পেতে পারে ১০৬-১১৮টি আসন বিজেপি পেতে পারে ৭৯-৯২টি আসন  জেডিএস পেতে পারে ২২-৩০টি আসন এবং অন্যান্যদের ভাগ্যে জুটতে পারে থেকে ৪টি

  টিভি কন্নড়ের বুথ ফেরত সমীক্ষা বলছে, বিজেপি একশোর বেশি আসন পেলেও সংখ্যাগরিষ্ঠতা পাবে না বিজেপি পেতে পারে ১০৩টি আসন এছাড়া কংগ্রেস পেতে পারে ৮৬টি আসন এছাড়া জেডিএস পেতে পারে ৩১টি আসন

   

   

   

  Read : 66

Related Posts

জ্বালানি, রান্নার গ্যাস সহ একাধিক জিনিসের অগ্নিমূল্যের বিরুদ্ধে ভারত বনধের ডাক কংগ্রেসের।
আসামের গুয়াহাটিতে ব্রহ্মপুত্র নদীতে এক ভয়ানক নৌকাডুবি, মৃত ২,নিখোঁজ ২৬ জন।
কেরলের সিপিএম বিধায়কের বিরুদ্বে যৌন হেনস্থার অভিযোগ দলের সদস্যার।
ফেসবুকে ৫ হাজার ফোলোয়ার ও নিউজ পোটাল গুলো পড়ার অভ্যাস না থাকলে আর মিলবে না টিকিট
গাড়ি লক্ষ্য করে পাথর ছোঁড়ে দুষ্কৃতীরা। অল্পের জন্য রক্ষা পেলো শিবারাজ সিং চৌহান
ভারতের ব্যাঙ্কিং ক্ষেত্রে নয়া দিশা দেখাবে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক-প্রধানমন্ত্রী
শুক্রবার ফের তেলের দাম বাড়াল রাষ্ট্রীয় তেল কোম্পানিগুলি।
কাশ্মীরের অনন্তনাগে জঙ্গি হিজবুল জঙ্গি গোষ্ঠীর দুই জঙ্গি খতম, ফেরার পথে জঙ্গী হামলায় ৪ পুলিশ কর্মী শহীদ।
আরএসএস আয়োজিত আলোচনা সভায় আমন্ত্রণ পেতে চলেছেন রাহুল গান্ধী ও সীতারাম ইয়েচুরি।