Newsbazar24.com / খেলা

 • বিসিসিআই ইংলন্ড সফরে ওডিআই এবং টি২০ সিরিজের দল ঘোষনা করল।

  08-May-18 03:41 pm


  Newsbazar, ৮ মে : আজ বিসিসিআই ইংলন্ড সফরে  ওডিআই এবং টি২০ সিরিজের জন্য যে দু'টি দল ঘোষণা করল। ইংলন্ড সফরে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন বিরাট কোহলি বিসিসিআই ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই এবং টি২০ সিরিজের জন্য যে দু'টি দল ঘোষণা করেছে তাতে রয়েছে  অম্বতি রায়ডু এবং কেএল রাহুল। কেদার যাদব এবং মণীশ পান্ডের পরিবর্তে দলে নেওয়া হয়েছে এই দুই ক্রিকেটারকে। রায়ডু এবং রাহুলের পাশাপাশি সুযোগ পেয়েছেন সিদ্ধার্থ কল।  অন্য দিকে, আফগানিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্টে ভারতীয় দলের জার্সিতে দেখা যাবে না বিরাট কোহলিকে। বিসিসিআই বিরাটকে আফগানিস্তান টেস্টের জন্য চাইলেও, সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটার্স(সিওএ) চেয়েছিল ইংল্য়ান্ড সফরের আগে ইংল্যান্ডের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে কাউন্টি খেলুক বিরাট। সিওএ-এর ইচ্ছাই পরিপূর্ণ হল শেষ পর্যন্ত। মঙ্গলবারে নির্বাচকমণ্ডলীর বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। আফগানিস্তানের বিরুদ্ধে বেঙ্গালুরুতে ১৪ জুন থেকে শুরু হতে চলা ঐতিহাসিক টেস্টের জন্য অধিনায়ক বেছে নেওয়া হয় অজিঙ্ক রাহানেকে। পাশাপাশি দলে বিরাটের পরিবর্তন হিসেবে সুযোগ দেওয়া হয়েছে তরুণ শ্রেয়াস আইয়ারকে।

  ইংল্যান্ড সফরে ভারতের ওডিআই দল: বিরাট কোহলি(অধিনায়ক), শিখর ধবন, রোহিত শর্মা, কেএল রাহুল, শ্রেয়াস আইয়ার, অম্বতি রায়ডু, মহেন্দ্র সিং ধোনি(উইকেটরক্ষক), দীনেশ কার্তিক, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, যশপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, সিদ্ধার্থ কল, উমেশ যাদব

  ইংল্যান্ড সফরে ভারতের টি২০ দল: বিরাট কোহলি(অধিনায়ক), শিখর ধবন, রোহিত শর্মা, কেএল রাহুল, সুরেশ রায়না, মনীষ পান্ডে, মহেন্দ্র সিং ধোনি(উইকেটরক্ষক), দীনেশ কার্তিক, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, যশপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, সিদ্ধার্থ কল, উমেশ যাদব

   

  Read : 176

Related Posts

হকি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারত কানাডা ভারতের কাছে পর্যুদস্ত।
৩৬ তম জেলা বার্ষিক শিশু ক্রীড়া উৎসবে চ্যাম্পিয়ন কালিয়াচক জোন, রানার্স হরিশ্চন্দ্রপুর জোন
৩৬ তম মালদা জেলা বার্ষিক শিশু ক্রীড়া উৎসবের শুভ সুচনা
৩৬ তম বার্ষিক গাজোল জোনাল শিশু ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হল
অবশেষে বাংলা রঞ্জি ট্রফিতে রুদ্ধশ্বাস জয় পেল মাত্র ১ উইকেটে তামিলনাডুর বিরুদ্বে।
২৪ তম বার্ষিক ইংলিশ বাজার জোনাল শিশু ক্রীড়া সাড়ম্বরে মুচিয়ার মোহন বাগান মাঠে অনুষ্ঠিত হলো।
মানিকচক চক্র -১ এর বার্ষিক চক্র শিশু ক্রীড়া উৎসব ।
মালদা চক্রের শিশু ক্রীড়ায় সেরা মুচিয়া ও সাহাপুর অঞ্চল ।
শিক্ষকদের ব্যাক্তিগত উদ্যোগে মঙ্গলবাড়ি অঞ্চল প্রাথমিক বিদ্যালয় শিশু ক্রীড়া উৎসব সুষ্ঠু ভাবে শেষ হল।