Newsbazar24.com / রাজ্য

  • মুকুল রায়ের বিরুদ্ধে জলপাইগুড়ি থানায় অভিযোগ দায়ের

    07-May-18 06:37 am


    News Bazar 24:মুকুল রায় ডিজিটাল ইন্ডিয়া গড়ার বাহানায় মূলত তরুণ ও নতুন ভোটার দের প্রলোভন দেখাচ্ছেন। যা নির্বাচন বিধি ভঙ্গের ইঙ্গিত। গতকাল জলপাই গুড়ি জেলায় নির্বাচন প্রচারে বক্তব্য রাখতে গিয়ে তরুণ প্রজম্মদের স্মার্ট ফোন দেবার টোপ দেন মুকুল রায় । আর এর ২৪ ঘন্টা না পার হতেই জলপাইগুড়ি কোতোয়ালি থানায় মুকুলে বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ দায়ের করলেন জলপাইগুড়ি জেলা পরিষদের তৃণমূল প্রার্থী বিধানচন্দ্র রায়। প্রসঙ্গত, রবিবার জলপাইগুড়ির ঘুঘুডাঙায় একটি জনসভার আয়োজন করে বিজেপি। সেখানে প্রধান অতিথি হিসাবে ভাষণ দেওয়ার সময়েই মুকুল বলেন, ‘‘জলপাইগুড়ি জেলা পরিষদে বিজেপি ক্ষমতায় এলে, এখানে ১৮ বছরের উর্ধ্বে প্রত্যেক তরুণ-তরুণীর হাতে স্মার্ট ফোন তুলে দেওয়া হবে।’’ এদিকে তৃনমূলের মহা সচিব পার্থ চট্টোপাধ্যায় জানান, বি জেপি মানুষ কে মিথ্যা প্রতিশুটি দিয়ে যে ভাবে ক্ষমতায় এসেছিল সেই ভাবেই পঞ্চায়েতে আসতে চাইছে , যা একপ্রকার দিবাস্বপ্ন । গ্রাম বাংলার মানুষ ওদের থেকে মুখ ঘুড়িয়ে নিয়েছে , তাই এখন মোবাইল ফোনের টোপ দিচ্ছে। এদিকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, পঞ্চায়েত ভোট বলে কথা নয়, ডিজিটাল ইন্ডিয়া গড়তে সারা ভারত জুড়েই মোবাইল দেবার চিন্তা ভাবনা চলছে।

    Read : 174

Related Posts

দশমীর দুপুর থেকেই মহানন্দার পাড়ে প্রতীমা নিরঞ্জনের জোয়ার ! দেখুন ভিডিও
আজ দশমী, চলছে সিঁদুর খেলা ! বিবাহিত অবিবাহিত সবাই কি সিঁদুর খেলতে পারে?
অধর্মের বিনাশ : অগ্নি দগ্ধ হয়ে মৃত্যু রাবণের, অভিযোগের তীর কালীতলা ক্লাবের দিকে
Newsbazar24.com ও ম্যাঙ্গো সিটি প্রেস ক্লাবের ভোর পর্যন্ত পরিষেবা প্রদান
মালদায় জীবন্ত দুর্গা: আপনিও পেতে পারেন দর্শন, দেখুন ভিডিও
বাচ্চাদের মুখে হাসি ফোটাতে নতুন জামা ও মিষ্টি পরিবেশন করলো "একল বিদ্যালয় "
বাঙ্গীটোলা তে দুস্হ দের নতুন বস্ত্র বিতরণ মিশ্র পরিবারের
আদিবাসী বাজনা : অষ্টমীর সন্ধ্যায় মালদা শহরের রাস্তায়, দেখুন ভিডিও
অষ্টমীর সন্ধ্যায় জন জোয়ারে ভাসলো মালদা, দেখুন ভিডিও