Newsbazar24.com / রাজ্য

  • মুকুল রায়ের বিরুদ্ধে জলপাইগুড়ি থানায় অভিযোগ দায়ের

    07-May-18 06:37 am


    News Bazar 24:মুকুল রায় ডিজিটাল ইন্ডিয়া গড়ার বাহানায় মূলত তরুণ ও নতুন ভোটার দের প্রলোভন দেখাচ্ছেন। যা নির্বাচন বিধি ভঙ্গের ইঙ্গিত। গতকাল জলপাই গুড়ি জেলায় নির্বাচন প্রচারে বক্তব্য রাখতে গিয়ে তরুণ প্রজম্মদের স্মার্ট ফোন দেবার টোপ দেন মুকুল রায় । আর এর ২৪ ঘন্টা না পার হতেই জলপাইগুড়ি কোতোয়ালি থানায় মুকুলে বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ দায়ের করলেন জলপাইগুড়ি জেলা পরিষদের তৃণমূল প্রার্থী বিধানচন্দ্র রায়। প্রসঙ্গত, রবিবার জলপাইগুড়ির ঘুঘুডাঙায় একটি জনসভার আয়োজন করে বিজেপি। সেখানে প্রধান অতিথি হিসাবে ভাষণ দেওয়ার সময়েই মুকুল বলেন, ‘‘জলপাইগুড়ি জেলা পরিষদে বিজেপি ক্ষমতায় এলে, এখানে ১৮ বছরের উর্ধ্বে প্রত্যেক তরুণ-তরুণীর হাতে স্মার্ট ফোন তুলে দেওয়া হবে।’’ এদিকে তৃনমূলের মহা সচিব পার্থ চট্টোপাধ্যায় জানান, বি জেপি মানুষ কে মিথ্যা প্রতিশুটি দিয়ে যে ভাবে ক্ষমতায় এসেছিল সেই ভাবেই পঞ্চায়েতে আসতে চাইছে , যা একপ্রকার দিবাস্বপ্ন । গ্রাম বাংলার মানুষ ওদের থেকে মুখ ঘুড়িয়ে নিয়েছে , তাই এখন মোবাইল ফোনের টোপ দিচ্ছে। এদিকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, পঞ্চায়েত ভোট বলে কথা নয়, ডিজিটাল ইন্ডিয়া গড়তে সারা ভারত জুড়েই মোবাইল দেবার চিন্তা ভাবনা চলছে।

    Read : 146

Related Posts

পঞ্চায়েত নির্বাচনে রায়গঞ্জে মহকুমাশাসক নিগ্রহের ঘটনায় গ্রেপ্তার ২ শিক্ষক।
মদ্যপানের প্রতিবাদ করায় দুষ্কৃতীদের হাতে বেধড়ক মারধরের শিকার হলেন প্রৌঢ়।
রাতের অন্ধকারে গৃহস্থের ঘরে ঢুকে তাণ্ডব চালাল দাঁতাল
পুরাতন মালদা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে মালদা থানা ঘেরাও।
গণনায় কারচুপি ও জালিয়াতির অভিযোগে জেলা প্রশাসনিক ভবন ঘেরাও এর ডাক বিজেপি
মালদায় নার্সিং হোমের গাফিলতিতে যুবতীর মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তেজনা
গাজোলে দুর্ঘটনা লড়ি ও ড্রাম্পারে সংঘর্ষে মৃত্যু এক আহত এক
৭২ ঘন্টা ধরে নিখোঁজ ছেলে, পুলিশের বিরুদ্ধে ক্ষোভ: অবরোধে বামনগোলা রাজ্য সড়ক
উত্তর ২৪পরগনার নিজের বাড়িতে খুন এক সিভিক ভলান্টিয়ার, আহত তার স্বামী।