Newsbazar24.com / রাজ্য

  • নদীয়ায় ঝরে ব্যাপক ক্ষতি। গৃহহীন অসংখ্য মানুষ

    06-May-18 10:07 am


    নিউজ বাজার 24 :আবহাওয়া দপ্তরের ইঙ্গিত মত ঝড় তার শক্তি দেখালো নদীয়া জেলা জুড়ে । আজ ভোর রাতে হটাৎ মেঘের গর্জনে সাথে সাথে তীব্র গতিতে ঝড় সব কিছু তছনছ করে দেয় । 20 মিনিটের ঝড়ে তোলপাড় করে দেয় নাদিয়া বিভিন্ন এলাকা ।প্রশাসনীক সূত্রে জানা যায়, এই বৈশাখী ঝড় বেশ বড় অঙ্কের ক্ষতি হয়েছে । নষ্ট হয়েছে চাষের ফসল ।প্রচুর কাঁচা বাড়ী ভেঙে যাওয়ায় গৃহ হীন প্রচুর মানুষ ।এদিকে গাছ ও গাছের ডাল ভেঙ্গে পড়ায় ,34 নম্বর জাতীয় সড়ক সহ নাদিয়ার বিভিন্ন রাস্তায় যোগাযোগ বন্ধ হয়ে যাই। ঝড় এর দাপটে নাদিয়ার হাঁসখালিতে ও প্রচুর ক্ষতি হয় বেশ কিছু মানুষ গৃহহীন হয়ে পরেছে । নদিয়ার বেশির ভাগ জায়গায় বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় খবর লেখা অবধি বিদ্যুৎ হীন হয়ে আছে ।/p>

    Read : 139

Related Posts

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে সবলা মেলা র শুভ উদ্বোধন হল
দক্ষিণ দিনাজপুরের পতিরাম নাগরিক ও যুব সমাজের তরফ থেকে দুস্থদের শীতবস্ত্র প্রদান
দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের রামপুর এলাকার কাদামাখা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার
মালদার মোথাবাড়ির হামিদপুরে রক্ত দান শিবিরের আয়োজন।
মানবিকতার নিদর্শন,সহায়সম্বলহীন ক্যান্সারে আক্রান্ত বৃদ্বার পাশে চিকিৎসক ও রাজনৈতিক নেতা।
সারদা মামলায় সিবিআই আবার গা ঝাড়া দিয়ে উঠেছে।
কালিয়াচক ২নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে বিডিও অফিসের সামনে স্বেচ্ছায় রক্তদান শিবির
মালদা শহর সংলগ্ন এলাকায় ছিনতাইবাজের কবলে যুবক,খোয়া গেল ৬০০০টাকা ও মোবাইল।
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে মালদা ও বালুরঘাটে প্রতিবাদ মিছিল ও কুশপুতুল দাহ।