Newsbazar24.com / রাজ্য

  • নদীয়ায় ঝরে ব্যাপক ক্ষতি। গৃহহীন অসংখ্য মানুষ

    06-May-18 10:07 am


    নিউজ বাজার 24 :আবহাওয়া দপ্তরের ইঙ্গিত মত ঝড় তার শক্তি দেখালো নদীয়া জেলা জুড়ে । আজ ভোর রাতে হটাৎ মেঘের গর্জনে সাথে সাথে তীব্র গতিতে ঝড় সব কিছু তছনছ করে দেয় । 20 মিনিটের ঝড়ে তোলপাড় করে দেয় নাদিয়া বিভিন্ন এলাকা ।প্রশাসনীক সূত্রে জানা যায়, এই বৈশাখী ঝড় বেশ বড় অঙ্কের ক্ষতি হয়েছে । নষ্ট হয়েছে চাষের ফসল ।প্রচুর কাঁচা বাড়ী ভেঙে যাওয়ায় গৃহ হীন প্রচুর মানুষ ।এদিকে গাছ ও গাছের ডাল ভেঙ্গে পড়ায় ,34 নম্বর জাতীয় সড়ক সহ নাদিয়ার বিভিন্ন রাস্তায় যোগাযোগ বন্ধ হয়ে যাই। ঝড় এর দাপটে নাদিয়ার হাঁসখালিতে ও প্রচুর ক্ষতি হয় বেশ কিছু মানুষ গৃহহীন হয়ে পরেছে । নদিয়ার বেশির ভাগ জায়গায় বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় খবর লেখা অবধি বিদ্যুৎ হীন হয়ে আছে ।/p>

    Read : 191

Related Posts

রাজকুমার দাস পরিচালিত শর্ট ফিল্ম "অন্তরালে"-র সাকসেস পার্টি হয়ে গেল
মানিকচক এ ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত ৬টি বাড়ি।
আট থেকে আশি, বসন্ত উৎসবে রেঙ্গে গেলো মালদার অলি গলি
মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ব্লাড ব্যাংকএ ব্যাপক রক্তের সংকট ।
রাহুল গান্ধীর সভাস্থলে জোরদার নিরাপত্তা ব্যাবস্থা, বসানো হল একাধিক সিসিটিভি ক্যামেরা।
মালদায় লোকসংগীতের কদরে মোহর ও স্বপ্নউড়ান স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ।
মালদা কলেজ ছাত্র সংসদের উদ্যোগে বুধবার বসন্ত উৎসবে সামিল মালদা উত্তরের তৃণমূল প্রার্থী মৌসম বেনাজির নুর।
গ্রামের হাতুড়ে চিকিৎসকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে।
বালুরঘাট শহর সংলগ্ন চকভৃগু এলাকায় ভয়াবহ অগ্নিকান্ড