Newsbazar24.com / দেশ

  • ইপিএফ ডাটা সেন্টার থেকে কোন তথ্য ফাঁস হয়নি

    02-May-18 03:09 pm


    ডেস্ক,২রামেঃ তথ্যের নিরাপত্তা এবং সংরক্ষণ সুনিশ্চিত করার তাগিদে কমন সার্ভিস সেন্টার-এর মাধ্যমে সার্ভার এবং নিয়ন্ত্রণ পরিষেবা বন্ধ করে আগেভাগেই ব্যবস্হা নিয়েছে কর্মচারি ভবিষ্যনিধি সংস্হা বা ইপিএফও। সংরক্ষিত তথ্য যাতে ফাঁস না হয়ে যায় তার জন্য আগেভাগেই সবরকম ব্যবস্হা নিয়েছে এই সংস্হা। এই প্রেক্ষিতে এটি জানানো হয়েছে যে তথ্য বা সফটওয়্যারের ক্ষতি হতে পারে সাবধানবানী প্রচারিত করা রূটিন প্রশাসনিক প্রক্রিয়া। এই খবরটি কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে কি কি পরিষেবা পাওয়া যেতে পারে সেই ভিত্তিক এবং এটি ইপিএফও সফটওয়্যার বা তথ্যকেন্দ্র সংক্রান্ত নয়। তথ্য ফাঁস হয়ে যাওয়ার কোন স্বীকৃত তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। অতএব, এ সংক্রান্ত খবরে দুশ্চিতার কোন অবকাশ নেই। ইপিএফও ক্রমাগত এর ওপর নজরদারি চালাচ্ছে এবং এ বিষয়ে ভবিষ্যতেও সতর্ক থাকবে।

     

    Read : 97

Related Posts

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে জঙ্গি আইইডি বিশেষজ্ঞ সহ আর এক জঙ্গির মৃত্যু হল।
দায়িত্ব নেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে ফের অপসারিত সিবিআই প্রধান অলোক বর্মা,
তৃনমূলের ডাকা ব্রিগেডের মহাসভায় বামপন্থী দলগুলি উপস্থিত থাকবে না
বিজয়া ব্যাঙ্ক ও দেনা ব্যাঙ্ক ব্যাঙ্ক অব বরোদার সাথে সংযুক্তিকরনের সিদ্বান্ত অনুমোদিত হল
কেন্দ্রীয় তথ্য কমিশনে মুখ্য তথ্য কমিশনার শ্রী সুধীর ভার্গব সহ ৪ জন তথ্য কমিশনার শপথ নিলেন
"ধন্যবাদ জানিয়ে ভারতীয় সেনাকে ছোটো করব না। তাদেরকে স্যালুট। তাঁরাই রিয়েল হিরো।"
কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদিত হল খসড়া ন্যাশনাল কমিশন ফর হোমিওপ্যাথি বিল ২০১৮
কাশ্মীরে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইতে নিহত কুখ্যাত জঙ্গি জাকির মুসা সহ ৫জন।
গ্রেফতার তোলাবাজির মামলায় অভিযুক্ত ভারতী ঘোষের সহযোগী