Newsbazar24.com / দেশ

  • ইপিএফ ডাটা সেন্টার থেকে কোন তথ্য ফাঁস হয়নি

    02-May-18 03:09 pm


    ডেস্ক,২রামেঃ তথ্যের নিরাপত্তা এবং সংরক্ষণ সুনিশ্চিত করার তাগিদে কমন সার্ভিস সেন্টার-এর মাধ্যমে সার্ভার এবং নিয়ন্ত্রণ পরিষেবা বন্ধ করে আগেভাগেই ব্যবস্হা নিয়েছে কর্মচারি ভবিষ্যনিধি সংস্হা বা ইপিএফও। সংরক্ষিত তথ্য যাতে ফাঁস না হয়ে যায় তার জন্য আগেভাগেই সবরকম ব্যবস্হা নিয়েছে এই সংস্হা। এই প্রেক্ষিতে এটি জানানো হয়েছে যে তথ্য বা সফটওয়্যারের ক্ষতি হতে পারে সাবধানবানী প্রচারিত করা রূটিন প্রশাসনিক প্রক্রিয়া। এই খবরটি কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে কি কি পরিষেবা পাওয়া যেতে পারে সেই ভিত্তিক এবং এটি ইপিএফও সফটওয়্যার বা তথ্যকেন্দ্র সংক্রান্ত নয়। তথ্য ফাঁস হয়ে যাওয়ার কোন স্বীকৃত তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। অতএব, এ সংক্রান্ত খবরে দুশ্চিতার কোন অবকাশ নেই। ইপিএফও ক্রমাগত এর ওপর নজরদারি চালাচ্ছে এবং এ বিষয়ে ভবিষ্যতেও সতর্ক থাকবে।

     

    Read : 24

Related Posts

বিষাক্ত মদপানে মৃত্যু ১১জনের গুরুতর অসুস্থ বহু মানুষ।
কাশ্মীরে এশিয়ার সবচেয়ে দীর্ঘতম(১৪ কিঃমিঃ) জোজিলা টানেল-র কাজের শুভ সূচনা করলেন প্রধানমন্ত্রী।
আবার ছত্তিসগড়ে মাওবাদী হামলায় নিহত নিরাপত্তাবাহিনীর ছয় জওয়ান
কর্ণাটকে ইয়েদুরাপ্পা আস্থা ভোটে না গিয়ে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা,রাহুলের কড়া ভাষায় আক্রমণ বিজেপিকে।
রণবীর কাপুর ও আলিয়া ভাট কি নূতন সম্পর্কে ?
কর্ণাটকে ইয়েদুরাপ্পা সরকার আগামীকাল শক্তি পরীক্ষা দিতে হবেঃ সুপ্রিম কোর্ট
কর্ণাটকে পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন ইয়েদুরাপ্পা সূত্রের খবর।
বারাণসীতে নির্মীয়মাণ ফ্লাইওভার ভেঙে পড়ে মৃত্যু ১২ জনের।
আগামী ২৪ ঘন্টায় আবহাওয়া সংক্রান্ত আভাস