Newsbazar24.com / রাজ্য

 • গ্রাম পঞ্চয়েতে তৃণমূলের গোষ্ঠীকোন্দলের ফলে প্রতীক বিলি করা গেল না রায়গঞ্জের ইসলামপুর ব্লকে।

  01-May-18 11:38 am


  ডেস্ক , মে : আসন্ন পঞ্চায়েত নির্বাচনে  তৃণমূলের গোষ্ঠীকোন্দলের ফলে প্রতীক বিলি করা গেল না স্বাভাবিকভাবেই  উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের গোবিন্দপুরে গ্রাম পঞ্চায়েতের ১৬টি আসনে  ঘাসফুল প্রতীক কেউ পেলেন না তবে জানা গেছে , যে জিতবে তাকেই নেওয়া হবে দলে

  চোপড়া বিধানসভার অধীনে উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের  গোবিন্দপুর গ্রামপঞ্চায়েত   ইসলামপুরের বিধায়ক কানাইলাল আগরওয়াল এর অনুগামী ও  অপরদিকে চোপড়ার বিধায়ক হামিদুল রহমান এর অনুগামীদের মধ্যে কোন্দল তৃনমূলের প্রার্থী হওয়া নিয়ে ।  শুরু হয় বিবাদ। এক আসনের জন্য দাবীদার ৩/৪ জন। এর ফলে বিরক্ত হয়ে  তৃণমূলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় ঐ গ্রাম পঞ্চায়েতে কাউকেই দলের প্রতীক দেওয়া হবে না সকলেই লড়বেন নির্দল হয়ে। যে জিতবে তাকে পরবর্তীকালে দলে নেওয়া হবে  

  বিধায়ক হামিদুল রহমান  অবশ্য গোষ্ঠীকোন্দলের ব্যাপার অস্বীকার করে জানান টিকিটের দাবিদার অনেক কলেই  দলের  কর্মী তাই  সিদ্ধান্ত নেওয়া হয়েছে সকলেই  নির্দল হয়ে নির্বাচনে লড়বে যে জিতবে তাকেই লে নেওয়া হবে  কলকেই তৃণমূলের ঝাণ্ডা নিয়ে মিছিল মিটিং করার অনুমতি দেওয়া হয়েছে। অপরদিকে আর এক বিধায়ক কানাইলাল আগরওয়াল জানান প্রতিটি আসনের জন্য  টিকিটের দাবীদার ৩/৪ জন তাই আমরা যোথভাবে সিদ্ধান্ত নিই সবাই ভোটে লড়বে যে জিতবে তাকে দল নেওয়ে হবে এখানে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে কারন সকলেই আমাদের কর্মী ও সমর্থক।

  Read : 80

Related Posts

পঞ্চায়েত নির্বাচনে রায়গঞ্জে মহকুমাশাসক নিগ্রহের ঘটনায় গ্রেপ্তার ২ শিক্ষক।
মদ্যপানের প্রতিবাদ করায় দুষ্কৃতীদের হাতে বেধড়ক মারধরের শিকার হলেন প্রৌঢ়।
রাতের অন্ধকারে গৃহস্থের ঘরে ঢুকে তাণ্ডব চালাল দাঁতাল
পুরাতন মালদা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে মালদা থানা ঘেরাও।
গণনায় কারচুপি ও জালিয়াতির অভিযোগে জেলা প্রশাসনিক ভবন ঘেরাও এর ডাক বিজেপি
মালদায় নার্সিং হোমের গাফিলতিতে যুবতীর মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তেজনা
গাজোলে দুর্ঘটনা লড়ি ও ড্রাম্পারে সংঘর্ষে মৃত্যু এক আহত এক
৭২ ঘন্টা ধরে নিখোঁজ ছেলে, পুলিশের বিরুদ্ধে ক্ষোভ: অবরোধে বামনগোলা রাজ্য সড়ক
উত্তর ২৪পরগনার নিজের বাড়িতে খুন এক সিভিক ভলান্টিয়ার, আহত তার স্বামী।