Newsbazar24.com / খেলা

 • এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে হেরে গেলেন সাইনা ও প্রণয়।

  29-Apr-18 03:45 pm


  ডেস্ক, ২৯শে এপ্রিল  : এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতের পরাজয়   এর ফলে ব্রোঞ্জ  নিয়েই  সন্তুষ্ট থাকতে হল দুই ভারতীয় খেলোয়াড়  সাইনা নেহওয়াল এবং এইচ এস প্রণয়কে

  শুক্রবার এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল থেকে পিভি সিন্ধু এবং কিদাম্বি শ্রীকান্ত হেরে  গেলেও সেমিফাইনালে ওঠা সাইনা এবং প্রণয়কে ঘিরে ভারতের  আশা ছিল কিন্তু শনিবার হতাশ করলেন  এই দুই ভারতীয় শাটলারপুরুষদের সিঙ্গলসে সেমিফাইনালে অলিম্পিক চ্যাম্পিয়ন টুর্নামেন্টের তৃতীয় বাছাই চিনের চেন লং- কাছে হারলেন এইচএস প্রণয়  স্ট্রেট গেমে প্রনয় পরাজিত হলেন,  খেলার ফল ২১-১৬, ২১-১৮

  অন্যদিকে মহিলাদের সিঙ্গলসে সেমিফাইনালে শেষ চারের লড়াইয়ে সাইনা হারলেন বিশ্বের এক নম্বর ব্যাডমিন্টন খেলোয়াড় তাইওয়ানের তাই সু ইংয়ের কাছে প্রথম গেমে হাড্ডাহাড্ডি লড়াই করেও ২৫-২৭ ফলে হারেন আর দ্বিতীয় গেমে ২১-১৮ তে জিতে নেন তাই সু

   

  Read : 174

Related Posts

পুরাতন মালদা এ টি সির উদ্যোগে ১০ কিমি রোড রেসএ প্রথম ফালাকাটার হাসিবুল,দ্বিতীয় ও তৃতীয় মালদার তিলক মণ্ডল ও অনুপ ঘোষ।
অজস্র গোলের সুযোগ নষ্ট করে ভারত ২-০ তে পরাজিত সংযুক্ত আরব আমিরশাহীর কাছে।
এএফসি এশিয়ান কাপের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত জয় ভারতের,মেসিকে টপকে গেলেন সুনীল।
ভারতের ক্রিকেটে ইতিহাস ,অস্ট্রেলিয়ায় সর্ব প্রথম টেস্ট সিরিজ জয়, বৃষ্টি ভেস্তে দিল সিডনি টেস্ট,
এস আর এম বি কাপ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান মালদা অনীক সংঘ
এস আর এম বি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি মালদা অনীক সংঘ ও সবুজ সংঘ বহরমপুর
কালিতলা ক্লাবের পরিচালনায় এস আর এম বি কাপের ফাইনালে সবুজ সংঘ বহরমপুর
চতুর্থ টেস্টের জন্য ভারতীয় দলের ১৩ জনের নাম ঘোষনা করল বিসিসিআই
কালিতলা ক্লাবের পরিচালনায় ১৮তম এস.আর.এম.বি.কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হল।