Newsbazar24.com / খেলা

  • কমনওয়েলথ গেমসের টেবিল টেনিসে ভারতের প্রতিনিধিত্বকারী মৈত্রেয়ী সরকার মালদার গর্ব।

    29-Apr-18 02:45 pm


    ডেস্ক, ২৯শে এপ্রিলঃ মালদার  মৈত্রেয়ী সরকার ২১ তম কমনওয়েলথ গেমসের টেবিল টেনিসে ভারতের প্রতিনিধিত্ব করেছেন এবং ব্যাক্তিগত বিভাগে পঞ্চম স্থান অধিকার করছেন। তিনি পেশায় একজন ডাক্তার। তিনি একসময় মালদা ক্লাবে টেবিল টেনিস প্রশিক্ষন নিতেন এবং মালদা ক্লাবে প্রশিক্ষন নিতে নিতে তিনি কলকাতায় খেলার সুযোগ পান এবং পরবর্তীকালে কলকাতায় থেকে বিভিন্ন রাজ্যস্তরের প্রতিযোগিতায় সাফল্য  লাভ করে ভারতীয় দলে সুযোগ পান এবং কমনওয়েলথ গেমসের যোগ্যতামান অতিক্রম করেন।  এবং পাশাপাশি তার ডাক্তারি পড়াশুনা চালিয়ে যান। সম্প্রতি ২১ তম কমনওয়েলথ গেমসের টেবিল টেনিসে পদক না পেলেও তার খেলা সকলের নজর কাড়ে। এবং  ব্যাক্তিগত বিভাগে পঞ্চম স্থান অধিকার করছেন। মালদা ক্লাবের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।      

    Read : 358

Related Posts

পুরাতন মালদা এ টি সির উদ্যোগে ১০ কিমি রোড রেসএ প্রথম ফালাকাটার হাসিবুল,দ্বিতীয় ও তৃতীয় মালদার তিলক মণ্ডল ও অনুপ ঘোষ।
অজস্র গোলের সুযোগ নষ্ট করে ভারত ২-০ তে পরাজিত সংযুক্ত আরব আমিরশাহীর কাছে।
এএফসি এশিয়ান কাপের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত জয় ভারতের,মেসিকে টপকে গেলেন সুনীল।
ভারতের ক্রিকেটে ইতিহাস ,অস্ট্রেলিয়ায় সর্ব প্রথম টেস্ট সিরিজ জয়, বৃষ্টি ভেস্তে দিল সিডনি টেস্ট,
এস আর এম বি কাপ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান মালদা অনীক সংঘ
এস আর এম বি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি মালদা অনীক সংঘ ও সবুজ সংঘ বহরমপুর
কালিতলা ক্লাবের পরিচালনায় এস আর এম বি কাপের ফাইনালে সবুজ সংঘ বহরমপুর
চতুর্থ টেস্টের জন্য ভারতীয় দলের ১৩ জনের নাম ঘোষনা করল বিসিসিআই
কালিতলা ক্লাবের পরিচালনায় ১৮তম এস.আর.এম.বি.কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হল।