Newsbazar24.com / রাজ্য

  • রানাঘাট এ সড়ক দুর্ঘটনায় মৃত দম্পতি

    29-Apr-18 10:31 am


    অভিজিত সরকার : আজ সকালে আজ রানাঘাট থানার সি এন আই জোড়া গির্জার সামনে 34 নম্বর জাতীয় সড়কের উপর এক ভয়াবহ পথ দুর্ঘটনায় এক দম্পতির মৃত্যু হয়। প্রাণে বেঁচে যায় তাঁদের সঙ্গে থাকা 6 বছরের শিশু সন্তান ।জানা যায় মৃতের নাম মামনি মন্ডল ও রাজেশ মন্ডল, আজ সকালে ,রানাঘাট থেকে চাকদাহ যাবার পথে তাদের বাইকে ঢাক্কা মারে একটি ট্রাক। ঘটনা স্থলেই চাকায় পিষ্ট হয়ে যায় দম্পতি। কিন্তু উল্টো দিকে বাচ্চাটি ছিটকে পড়ায় বেঁচে যায়।বাচ্চাটিকে রানাঘাট হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা সুস্থ বলে জানিয়েছেন ।ঘাতক লড়িটিকে আটক করেছে পুলিশ।

    Read : 249

Related Posts