Newsbazar24.com / রাজ্য

 • কুশমণ্ডির বিধায়ক আক্রান্ত হওয়ার প্রতিবাদে আজ দক্ষিন দিনাজপুর জুড়ে বামফ্রন্টের প্রতিবাদ মিছিল

  24-Apr-18 03:07 pm


  ডেস্ক , ২৪ এপ্রিল : গতকাল মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল  দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন কুশমণ্ডির বাম বিধায়ক  নর্মদা রায় সহ বেশ কয়েকজন কর্মী-সমর্থক। আজ জেলাজুড়ে প্রতিবাদ মিছিল বের করে বামফ্রন্ট এই ঘটনার প্রতিবাদে। কুশমণ্ডি, বালুরঘাট, গঙ্গারামপুরে বিকেলে প্রতিবাদ মিছিল বের হয়। বালুরঘাটের প্রতিবাদ মিছিলে ছিলেন আরএসপি- জেলা সম্পাদক বিশ্বনাথ চৌধুরি, সিপিএম- জেলা সম্পাদক নারায়ণ বিশ্বাস সহ অন্য বাম নেতৃত্ব।  
  গতকাল কুশমণ্ডি ব্লকের কয়েকটি গ্রাম পঞ্চায়েতের আসনে আরএসপির প্রার্থীরা  মনোনয়ন দাখিল করার সময়গেটের ঠিক বাইরে ওই প্রার্থীদের  বেধড়ক মারধর করে সমস্ত কাগজপত্র গুরুত্বপূর্ণ নথি কেড়ে নেওয়া হয়। আক্রান্ত অবস্থায় ওই প্রার্থী সোজা তাঁদের দলীয় কার্যালয়ে ছুটে আসেন

  সেখানে উপস্থিত আরএসপির - বিধায়ক নর্মদা রায়  বিডিওকে ফোন করে ব্যাপারটি জানান তবে গেটেই বাইরে বিডিও তার অক্ষমতার  কথা জানাতেই  বিধায়ক জেলা পুলিশ সুপারকে ফোন করে নিরপত্তার দাবিতে। এরপর তিনি কয়েকজন বাম প্রার্থীদের নিয়ে কুশমণ্ডি থানায় ছুটে যান। গেটের বাইরে নিরাপত্তা দেওয়ার কথা জানানো হলেও রাস্তার ঘেরাটোপ দিতে অস্বীকার করে পুলিশ। কিছু পরেই অবশ্য কুশমণ্ডি থানার আশ্বাসে  বিধায়ক তাঁর গাড়িতে দুজন মহিলা প্রার্থী সমেত অন্য প্রার্থীদের নিয়ে স্থানীয় ব্লক কার্যালয়ে পৌঁছান। কিন্তু গাড়ি থেকে নামতে না নামতেই বিধায়ক নর্মদা রায় সহ অন্য প্রার্থীদের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। রাস্তায় ফেলে বেধড়ক মারধর চলে বিধায়ককে। মাথায় গুরুতর চোট লাগায় বিধায়ক নর্মদা রায়কে উত্তর দিনাজপুরে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। বর্তমানে তিনি অন্যত্র চিকিৎসাধীন। বিধায়কের উপর হামলার প্রতিবাদে আজ জেলাজুড়ে পথে নামে বামেরা। জেলার বালুরঘাট, কুশমণ্ডি সহ অন্যান্য ব্লকে প্রতিবাদ মিছিল বের করে বামফ্রন্ট কর্মী সমর্থকরা।  
  এবিষয়ে আরএসপি-  জেলা সম্পাদক বিশ্বনাথ চৌধুরি বলেন, গতকাল মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে তাঁদের বিধায়ককে মারধর হামলা চালানো হয়। এর প্রতিবাদে আজ তাঁরা পথে।

  Read : 99

Related Posts

সাবধান: ২১ সেপ্টেম্বর বিভিন্ন জেলায় হামলা চালাবে “ দয়া”
রাজ্যে নবম-দশমেও শিক্ষক নিয়োগ হাইকোর্টের নির্দেশে জটিল হল,নতুন মেধা তালিকা প্রকাশের নির্দেশ
শতাব্দী এক্সপ্রেসে শতাব্দীর সেরা খাবার, ক্ষুব্ধ যাত্রীরা
জল ফেলা নিয়ে বচসার জেরে মালদায় প্রাণ গেল পৌড়ের
কাঞ্চনটারে হানা দিয়ে দুই ছিনতাই বাজকারি কুখ্যাত দুষ্কৃতী গ্রেফতার
আগ্নেয়াস্ত্র এবং চোরাই মোটর বাইক সহ তিন যুবককে গ্রেফতার মালদায়
ইংরেজবাজার ব্লকের বিডিও নিজের হাতে কি করেন জানেন কি ? দেখুন ভিডিও
কর্মী সভায় যাবার পথে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে নিগৃহীত বিজেপির দিলীপ ঘোষ, অভিযোগের তীর তৃনমুলের দিকে।
শিকাগো বক্তব্যের ১২৫ তম বর্ষ পূর্তির সম্প্রীতি সপ্তাহ উদযাপন করলো কালিয়াচক কলেজ