Newsbazar24.com / রাজ্য

 • দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মূর্তি ভাঙ্গার অভিযোগ

  18-Apr-18 03:25 pm


  ডেস্ক, ১৮ এপ্রিল  : দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের জাখিরপুর হাটখোলা এলাকায় রাধাকৃষ্ণের মূর্তি  ভাঙ্গার অভিযোগ উঠল। আজ সকালে মূর্তি ভাঙা অবস্থায় দেখতে পায় স্থানীয়রা তাদের অভিযোগ, গতরাতে কিছু দুষ্কৃতী এই ঘটনা ঘটিয়েছে দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছেএলাকায় উত্তেজনা রয়েছে।  খবর পাওয়া মাত্র  ঘটনাস্থানে পৌঁছায় কুমারগঞ্জ থানার পুলিশ
  নববর্ষের প্রথম দিন থেকে কুমারগঞ্জের জাখিরপুর হাটখোলা এলাকায় শুরু হয় বাৎসরিক হরিবাসর অনুষ্ঠান। গতরাতে অনুষ্ঠান শেষে সকলে যে যার বাড়ি ফিরে যায়। আজ দুপুরে মহাপ্রভু ভোগের মাধ্যমে অনুষ্ঠান শেষ হওয়ার কথা ছিল। অভিযোগ, গতরাতে সবাই চলে যাওয়ার পর সেখানে হামলা চালায় দুষ্কৃতীরা

  এদিকে খবর পেয়ে ঘটনাস্থানে আসেন কুমারগঞ্জ থানার ওসি এলাকায় পুলিশ পিকেট বসানো হয় এই বিষয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলতে চায়নি পুলিশ

  Read : 182

Related Posts