Newsbazar24.com / খেলা

  • মালদা জেলা মহিলা কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দোহিল হাই স্কুল

    16-Apr-18 03:11 pm


    ডেস্ক, ১৬ই এপ্রিলঃ মালদা মহিলা ক্রীড়া সংস্থার পরিচালনায় ও মালদা স্পোর্টস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সহযোগিতায় মালদা অনীক সংঘের ময়দানে মালদা জেলা মহিলা কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।চ্যাম্পিয়ন হয় দোহিল হাই স্কুল,রানার্স হয় গাজোল ব্লক ক্রীড়া সংস্থা।ফাইনালে খেলার ফল 24-12 পয়েন্ট।চ্যাম্পিয়ন ও রানার্স দল গুলিকে ট্রফি ও নগদ আর্থিক পুরস্কার এবং প্রত্যেক খেলোয়াড় কে পুরস্কৃত করা হয়।অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর সুমালা আগরওয়ালা,গায়ত্রী ঘোষ,শিপ্রা রায়,অণ্জ্ঞু তেওয়ারি, এবং  নরেন্দ্রনাথ তেওয়ারি ও গোবিন্দ বসাক মহাশয়।

    Read : 387

Related Posts

পুরাতন মালদা এ টি সির উদ্যোগে ১০ কিমি রোড রেসএ প্রথম ফালাকাটার হাসিবুল,দ্বিতীয় ও তৃতীয় মালদার তিলক মণ্ডল ও অনুপ ঘোষ।
অজস্র গোলের সুযোগ নষ্ট করে ভারত ২-০ তে পরাজিত সংযুক্ত আরব আমিরশাহীর কাছে।
এএফসি এশিয়ান কাপের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত জয় ভারতের,মেসিকে টপকে গেলেন সুনীল।
ভারতের ক্রিকেটে ইতিহাস ,অস্ট্রেলিয়ায় সর্ব প্রথম টেস্ট সিরিজ জয়, বৃষ্টি ভেস্তে দিল সিডনি টেস্ট,
এস আর এম বি কাপ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান মালদা অনীক সংঘ
এস আর এম বি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি মালদা অনীক সংঘ ও সবুজ সংঘ বহরমপুর
কালিতলা ক্লাবের পরিচালনায় এস আর এম বি কাপের ফাইনালে সবুজ সংঘ বহরমপুর
চতুর্থ টেস্টের জন্য ভারতীয় দলের ১৩ জনের নাম ঘোষনা করল বিসিসিআই
কালিতলা ক্লাবের পরিচালনায় ১৮তম এস.আর.এম.বি.কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হল।