Newsbazar24.com / রাজ্য

 • বংশীহারী থানায় তীর ধনুক ও কুড়ুল নিয়ে বিক্ষোভে আদিবাসী সমাজ

  15-Apr-18 10:24 am


  ডেস্ক, ১৫ই এপ্রিলঃ  এক আদিবাসীর সমাধি থেকে মাথা কেটে নেওয়ার প্রতিবাদে এবং   মৃতদেহের মাথা ফেরানোর দাবিতে তির-ধনুক নিয়ে বংশীহারী থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন আদিবাসী সমাজ এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ তাদের গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হলে দুজনকে দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক
   ঘটনার বিবরণে জানা যায়  গতকাল বিকালে বংশীহারী থানার কইল শ্মশান এলাকার  নিমাই হাঁসদা বলে এক আদিবাসীর  সমাধি থেকে দেহের মাথা তুলে নেওয়ার ঘটনা ঘটে  পাশের জয়দেবপুর এলাকার গ্রামবাসীরা এই কাজ করেছেন বলে অভিযোগ এই ঘটনা জানাজানি হওয়ার পর  ওই এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষ ক্ষোভে ফেটে পড়েন গতকাল সকাল হতেই কইল এলাকার কয়েকশো আদিবাসী সম্প্রদায়ের মানুষ হাতে তির-ধনুক কুড়ুল নিয়ে বংশীহারী থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান এবং দোষীদের  শাস্তির দাবি জানান  

  ঘটনার তদন্তে নেমে জনকে গ্রেপ্তার করল পুলিশ আজ তাদের আদালতে তোলা হলে দুজনকে দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন বিচারক অভিযুক্তদের গ্রেপ্তার করা হলেও, আজ আদিবাসীরা দাবি করেন কবর থেকে তোলা মৃতদেহের মাথা ফেরত দিতে হবে এই দাবিতে ফের থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান তাদের দাবী  অভিযুক্তদের তাঁদের সামনে পেশ করতে হবে আর মাথা ফেরত দিতে হবে

  এপ্রসঙ্গে গঙ্গারামপুরের মহকুমা পুলিশ আধিকারিক জানান , “অভিযোগ পাওয়ার সাথে সাথে  জনকে গ্রেপ্তার করা হয়েছে

   

  Read : 172

Related Posts