Newsbazar24.com / খেলা

 • কমনওয়েলথের নবম দিনেও ভারতের পদক সংখ্যা ৩৫ , সোনা পেলেন তেজস্বিনী, অনীশ,

  13-Apr-18 03:36 pm


  ডেস্ক, ১৩ই এপ্রিলঃ কমনওয়েলথের নবম দিনে সোনা জিতলেন তেজস্বিনী সাওয়ন্ত এদিন ৫০ মিটার রাইফেল ইভেন্টে সোনা জিতেছেন তিনি এছাড়া অঞ্জুম মোডগিল রুপো জিতেছেন
  এদিন শ্যুটিংয়ে আরও একটি সোনা জিতেছে ভারত পুরুষদের ২৫ মিটার রাপিড ফায়ার পিস্তল ইভেন্টে দেশের হয়ে ১৬-তম সোনা এনে দিলেন অনীশ
  এর পাশাপাশি এদিন ভারতের আরও  পদক জেতার সম্ভবনা উজ্জল হয়েছে। টেবল টেনিসে মনিকা বাতরা, ব্যাডমিন্টনে অশ্বিনী পোন্নাপ্পা, বক্সিংয়ে বজরং পুনিয়া, কুস্তিতে মৌসম খাত্রি, টেবল টেনিসে মৌমা দাস, স্কোয়াশে দীপিকা পাল্লিকাল, ৪০০ মিটার রিলে রেসে ভারতীয় পুরুষ দলের   পদক জয়ের কাছাকাছি রয়েছে

  এদিন ভারতের হয়ে ২৫ মিটার রাপিড ফায়ার পিস্তল ইভেন্টে ইতিহাস তৈরি করে ১৫ বছর বয়সী অনীশ ভানওয়ালা সোনা জেতেন এত কমবয়সে কেউ ভারতের হয়ে সোনা জেতেননি

  বক্সিংয়ে ভারতের অমিত পাংগাল ৪৬-৪৯ কেজি বিভাগে উগান্ডার জুমা মিরোকে হারিয়ে পদক জয়ের দোড়গোড়ায় রয়েছেন কিদাম্বী শ্রীকান্ত পুরুষদের সিঙ্গলসকে ব্যাডমিন্টনের সেমিফাইনালে পৌঁছেছেন এছাড়া ব্যাডমিন্টনে সাইনা নেহওয়ালও মহিলাদের সিঙ্গলসে সেমিফাইনালে পৌঁছেছেন ফলে এদিন ভারত আরও পদক জিতবে বলে আশা করাই যায়

   


  মহিলাদের ৫০এম রাইফেল শ্যুটিং প্রতিযোগিতায় স্বর্ণ পদক জয়ী তেজস্বিনী সাওয়ান্তকে এবং রৌপ্য পদক জয়ী  আঞ্জুম মৌদগিলকে   অভিনন্দিত করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।  তাঁদের  এই সাফল্যে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেনদুদিনে পর পর দুটি পদক! মহিলাদের ৫০এম রাইফেল শ্যুটিং প্রতিযোগিতায় সোনা জিতে নেওয়ার জন্য অভিনন্দন জানাই তেজস্বিনী সাওয়ান্তকেএবং

  মহিলাদের ৫০এম রাইফেল শ্যুটিং প্রতিযোগিতায় রৌপ্য পদক জয়ী আঞ্জুম মৌদগিলের জন্য আমরা গর্বিত।পাশাপাশি ২৫ মিটার রাপিড ফায়ার পিস্তল ইভেন্টে স্বর্ণ পদক জয়ী ১৫ বছর বয়সী অনীশ ভানওয়ালাকেও অভিনন্দন জানিয়েছেন।  

  Read : 110

Related Posts

ফিফা আন্তর্জাতিক ফ্রেন্ডলি ফুটবল ম্যাচে ভারত ও চীনের খেলা গোলশূন্য, অন্যবদ্য গোল কিপিং গুরপ্রীত সিং সান্ধুর
যুব অলিম্পিকে ব্যাডমিন্টনের পুরুষ সিঙ্গলস ফাইনালে স্বর্ণপদক অধরাই থেকে গেল লক্ষ্য সেনের।
যুব অলিম্পিকের ব্যাডমিন্টনের পুরুষ সিঙ্গলসে পদক নিশ্চিত ভারতীয় যুব শাটলার লক্ষ্য সেনের.
এশিয়ান গেমসের পর যুব অলিম্পিকেও স্বর্ণপদক শুটার সৌরভ চৌধুরির
মালদহে অনুষ্ঠিত ৬৪তম রাজ্য অনুর্ধ ১৪ বালিকা স্কুল ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান বর্ধমান জেলা দল
ফার্স্ট ডিভিশন ডিস্ট্রিক্ট ফুটবল লীগ এবং সুপার ডিভিশন লীগের সমাপ্তি হলো বালুরঘাটে
চতুর্থ যুব অলিম্পিকে ভারত ২টি স্বর্ণপদক ও ৩টি রৌপ্যপদক লাভ করল
২০১৮র পুরুষ বিভাগের বিশ্বকাপ হকির সরকারী ম্যাসকট ‘অলি’ র শুভ উদ্বোধন
ভারতের বিরুদ্ধে একদিবসীয় ও টি-২০ সিরিজের ওয়েস্ট ইন্ডিজ দল ঘোষণা