Newsbazar24.com / খেলা

 • কমনওয়েলথে শুটিংএ এক বঙ্গতনয়ার পদক লাভ এবং ব্যাডমিন্টনের মিক্সড টিম প্রথমবার সোনা পেল

  09-Apr-18 03:46 pm


   

   

   

   

   

   

  ডেস্ক, এপ্রিল : ভারত আবার শুটিংয়ে  পদক জয় করল   এক বঙ্গতনয়ার হাত  ধরে  কলকাতার মেহুলি ঘোষ ১০ হাজার মিটার এয়ার রাইফেলে রূপো জিতলেন তিনি এই ইভেন্টে ব্রোঞ্জও এসেছে ভারতের ঝোলায় জিতেছেন অপূর্বী চান্দেলা ২৩৩. স্কোর নিয়ে সোনা জিতে নেন অস্ট্রেলিয়ার কেরি বেল

  সোনা জয়ের একদম কাছে পৌঁছনোর পরেও কার্যত টাইব্রেকারে বাজি মেরে যান অস্ট্রেলিয় শুটারএকটা সময় দুজনেই কমনওয়েলথ রেকর্ড ২৪৭.2 পয়েন্টে টাই  ছিলেন এরপর মেহুলি . স্কোর করেন ন্যদিকে  মার্টিনা ১০. স্কোর করেন২২৫. স্কোর করে ব্রোঞ্জ পান অপূর্বী
   অন্য দিকে ব্যাডমিন্টনের মিক্সড টিম কমনওয়েলথে প্রথমবার সোনা এনে দিল ভারতকে 
  ভারতের ব্যাডমিন্টন দল যৌথ প্রচেষ্টায় কমনওয়েলথের পঞ্চম দিনে ব্যাডমিন্টনের মিক্সড টিম   সোনা এনে দিল ভারতকে এই প্রথমবার সাইনা নেহওয়াল, কিদম্বী শ্রীকান্তরা সোনা ঘরে তুললেন অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অশ্বিনী পোন্নাপ্পা, সাত্ত্বিক রঙ্কিরেড্ডি, কিদম্বী শ্রীকান্ত সাইনা নেহওয়ালরা একসঙ্গে অসাধারণ খেলে - ব্যবধানে জিতে সোনা নিশ্চিত করলেনশ্রীলঙ্কা, পাকিস্তান, স্কটল্যান্ড মরিশাস সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত


   

  Read : 219

Related Posts

পুরাতন মালদা এ টি সির উদ্যোগে ১০ কিমি রোড রেসএ প্রথম ফালাকাটার হাসিবুল,দ্বিতীয় ও তৃতীয় মালদার তিলক মণ্ডল ও অনুপ ঘোষ।
অজস্র গোলের সুযোগ নষ্ট করে ভারত ২-০ তে পরাজিত সংযুক্ত আরব আমিরশাহীর কাছে।
এএফসি এশিয়ান কাপের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত জয় ভারতের,মেসিকে টপকে গেলেন সুনীল।
ভারতের ক্রিকেটে ইতিহাস ,অস্ট্রেলিয়ায় সর্ব প্রথম টেস্ট সিরিজ জয়, বৃষ্টি ভেস্তে দিল সিডনি টেস্ট,
এস আর এম বি কাপ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান মালদা অনীক সংঘ
এস আর এম বি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি মালদা অনীক সংঘ ও সবুজ সংঘ বহরমপুর
কালিতলা ক্লাবের পরিচালনায় এস আর এম বি কাপের ফাইনালে সবুজ সংঘ বহরমপুর
চতুর্থ টেস্টের জন্য ভারতীয় দলের ১৩ জনের নাম ঘোষনা করল বিসিসিআই
কালিতলা ক্লাবের পরিচালনায় ১৮তম এস.আর.এম.বি.কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হল।