Newsbazar24.com / খেলা

 • কমনওয়েলথে শুটিংএ এক বঙ্গতনয়ার পদক লাভ এবং ব্যাডমিন্টনের মিক্সড টিম প্রথমবার সোনা পেল

  09-Apr-18 03:46 pm


   

   

   

   

   

   

  ডেস্ক, এপ্রিল : ভারত আবার শুটিংয়ে  পদক জয় করল   এক বঙ্গতনয়ার হাত  ধরে  কলকাতার মেহুলি ঘোষ ১০ হাজার মিটার এয়ার রাইফেলে রূপো জিতলেন তিনি এই ইভেন্টে ব্রোঞ্জও এসেছে ভারতের ঝোলায় জিতেছেন অপূর্বী চান্দেলা ২৩৩. স্কোর নিয়ে সোনা জিতে নেন অস্ট্রেলিয়ার কেরি বেল

  সোনা জয়ের একদম কাছে পৌঁছনোর পরেও কার্যত টাইব্রেকারে বাজি মেরে যান অস্ট্রেলিয় শুটারএকটা সময় দুজনেই কমনওয়েলথ রেকর্ড ২৪৭.2 পয়েন্টে টাই  ছিলেন এরপর মেহুলি . স্কোর করেন ন্যদিকে  মার্টিনা ১০. স্কোর করেন২২৫. স্কোর করে ব্রোঞ্জ পান অপূর্বী
   অন্য দিকে ব্যাডমিন্টনের মিক্সড টিম কমনওয়েলথে প্রথমবার সোনা এনে দিল ভারতকে 
  ভারতের ব্যাডমিন্টন দল যৌথ প্রচেষ্টায় কমনওয়েলথের পঞ্চম দিনে ব্যাডমিন্টনের মিক্সড টিম   সোনা এনে দিল ভারতকে এই প্রথমবার সাইনা নেহওয়াল, কিদম্বী শ্রীকান্তরা সোনা ঘরে তুললেন অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অশ্বিনী পোন্নাপ্পা, সাত্ত্বিক রঙ্কিরেড্ডি, কিদম্বী শ্রীকান্ত সাইনা নেহওয়ালরা একসঙ্গে অসাধারণ খেলে - ব্যবধানে জিতে সোনা নিশ্চিত করলেনশ্রীলঙ্কা, পাকিস্তান, স্কটল্যান্ড মরিশাস সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত


   

  Read : 102

Related Posts

সাইক্লিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক জয়ী ভারতের তরুণ সাইক্লিস্ট ইসো আলবিন।
লাল হলুদের দায়িত্ব নিতে চলেছেন নূতন স্প্যানিশ কোচ আলেজান্দ্রো মেন্ডেজ গার্সিয়া
আগামীকাল শুরু হচ্ছে ১৮তম এশিয়ান গেমস ইন্দোনেশিয়ার জাকার্তা ও পালেম্বাং শহরে।
ভারতীয় ফুটবল ফেডারেশানের সহ সভাপতি সুব্রত দত্ত প্রশাসক হিসাবে আন্তর্জাতিক স্তরে ফুটবল প্রশাসনে
প্রয়াত প্রাক্তন দিকপাল ব্যাডমিন্টন খেলোয়াড় মনোজ গুহ।
স্কুল কবাডিতে চ্যাম্পিয়ন্স মোথাবাড়ি ও বাঙ্গীটোলা হাইস্কুল
ব্যাডমিন্টনে বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপা অধরাই থেকে গেল পি ভি সিন্ধুর।
রাজ্য অ্যাথলেটিকস মিটের তৃতীয় দিনে মালদার প্রতিযোগীরা ৪ টি সোনা ১ টি রুপো ও ২ টি ব্রোঞ্জ পদক লাভ করেছে
প্রথম টেস্টে ৩১ রানে জিতে টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড