Newsbazar24.com / রাজ্য

 • দক্ষিন দিনাজপুর জেলা পরিষদে মনোনয়নকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে

  09-Apr-18 02:55 pm


  ডেস্ক, এপ্রিল : দক্ষিন দিনাজপুর জেলা পরিষদে একই আসনের জন্য দুজন তৃণমূল প্রার্থী মনোনয়ন জমা দিলেন বালুরঘাট মহকুমাশাসক অফিসেএই  মনোনয়ন জমাকে কেন্দ্র করে ফের তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এল দক্ষিণ দিনাজপুরেবালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ তথা তৃণমূল  নেত্রী অর্পিতা ঘোষ গোষ্ঠীকোন্দলের ব্যাপার অস্বীকার করেছেন।  তিনি জানিয়েছেন যে ব্যক্তিগতভাবে যে কেউই মনোনয়ন জমা দিতে পারেনকিন্তু , দলের সিদ্ধান্তই শেষ কথাসেখানে কোনও ব্যক্তি বড় নয়
  আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ  থেকে আজ বালুরঘাট মহকুমাশাসক অফিসে জেলা পরিষদের ১৮টি আসনের মধ্যে ৯টি আসনে মনোনয়ন জমা দেয়বাকি ৯টি আসনের মনোনয়ন জমা দেওয়া হয় গঙ্গারামপুর মহকুমাশাসক অফিসে

  জানা যায় , বালুরঘাট জেলা পরিষদ ( নম্বর আসন)- তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে শিপ্রা নিয়োগী(পাল)-কেঅন্যদিকে এই আসনের জন্য আজ মনোনয়ন জমা দিয়েছেন গতবারের জয়ী তৃণমূল প্রার্থী মনোরমা দাসওতাঁকে এবার টিকিট দেয়নি দলদলের অনুমতি ছাড়াই তৃণমূলের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন মনোরমাতিনি বলেন, “আমি গতবার জিতেছিলামতাই, মনোনয়ন জমা দিয়েছিমুখ্যমন্ত্রী চাইলেই লড়ব।” এক আসনে তৃণমূলের দুই প্রার্থী মনোনয়ন জমা দেওয়ায় গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এসেছে


   

  Read : 77

Related Posts

পঞ্চায়েত নির্বাচনে রায়গঞ্জে মহকুমাশাসক নিগ্রহের ঘটনায় গ্রেপ্তার ২ শিক্ষক।
মদ্যপানের প্রতিবাদ করায় দুষ্কৃতীদের হাতে বেধড়ক মারধরের শিকার হলেন প্রৌঢ়।
রাতের অন্ধকারে গৃহস্থের ঘরে ঢুকে তাণ্ডব চালাল দাঁতাল
পুরাতন মালদা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে মালদা থানা ঘেরাও।
গণনায় কারচুপি ও জালিয়াতির অভিযোগে জেলা প্রশাসনিক ভবন ঘেরাও এর ডাক বিজেপি
মালদায় নার্সিং হোমের গাফিলতিতে যুবতীর মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তেজনা
গাজোলে দুর্ঘটনা লড়ি ও ড্রাম্পারে সংঘর্ষে মৃত্যু এক আহত এক
৭২ ঘন্টা ধরে নিখোঁজ ছেলে, পুলিশের বিরুদ্ধে ক্ষোভ: অবরোধে বামনগোলা রাজ্য সড়ক
উত্তর ২৪পরগনার নিজের বাড়িতে খুন এক সিভিক ভলান্টিয়ার, আহত তার স্বামী।