Newsbazar24.com / খেলা

 • আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংস এর রুদ্বশ্বাস জয়।

  07-Apr-18 03:40 pm


  ডেস্ক, ৭ই এপ্রিলঃ আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংস এর  রুদ্বশ্বাস জয় ওয়াংখেড়েতে জেতা ম্যাচ  হেরে  ফিরতে হল রোহিত শর্মাদের এই অসম্ভবকে সম্ভব করলেন যিনি তিনি হলেন ডোয়ান ব্র্যাভো ৩০ বলে ৬৮ রানের এক  দুধ্বর্ষ   ইনিংস খেলে বছরের নির্বাসন কাটিয়ে ফেরা চেন্নাই-এর জন্য জয় এনে দিলেন ব্র্যাভো
  ওয়াংখেড়ে-তে আইপিএল-এর প্রথম ম্যাচে টসে জিতে ফ্লিডিং-এর সিদ্ধান্ত নেয় চেন্নাই শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা কিন্তু, ছয় মারার চক্করে খুব জলদি প্যাভিলিয়নে ফিরে যান রোহিত আর এক ওপেনার লুইসও রোহিতের আগে তৃতীয় ওভারের মাথাতেই আউট হয়ে গিয়েছিলেন

  সঞ্জু স্যামসন ইশান কৃষণ-এর জুটিতে ভর করে ম্যাচে ঘুরে দাঁড়ায় মুম্বই অনুর্ধ্ব ঊনিশ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ইশান কৃষণ ২৯ বলে ৪০ রান করেন অন্যদিকে সঞ্জু স্যামসন ২৯ বলে ৪৩ রান করেন হার্দিক পাণ্ডিয়া দ্রুত ২২ রান করলেও হ্যামস্ট্রিং- টান ধরে মাঠ থেকে বেরিয়ে যান কুণাল পাণ্ডিয়া ২২ বলে ৪১ রান করেন চেন্নাই-এর পক্ষে শ্য়েন ওয়াটসন উইকেট নেন চেন্নাইয়ের সামনে জয়ের জন্য ১৬৬ রানের টার্গেট রাখল মুম্বই ইন্ডিয়ান্স
  বছর পর আইপিএল- ফিরে এসে প্রথম ম্যাচেই যে চেন্নাই হারছে তা তখন এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল চেন্নাই-এর অধিনায়ক এম এস ধোনিও  একপ্রকার ধরে নিয়েছেন যে এই ম্যাচে চেন্নাই-এর হার  নিশ্চিত ম্যাচে তখন ১৭ ওভার হয়েছে জিততে হলে চেন্নাই-এর দরকার ছিল ১৮ বলে ৪৭ রান টি-২০- ময়দানে অসম্ভব কিছু নয় কিন্তু চেন্নাই ততক্ষণে ১১৯ রানে উইকেট হারিয়ে বসে আছে উইকেটের একপ্রান্তে ব্র্যাভো, অন্যপ্রান্তে কেদার যাদব ব্র্যাভোকে দেখে মনে হচ্ছিল না যে তিনি ম্যাচ জেতাতে পারবেন কারণ, শেষ তিনওভারে মাত্র ১২ রান সংগ্রহ করতে পেরেছিলেন ব্র্য়াভো এমন পরিস্থিতিতে বল করতে আসেন মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাকলাঘান এই ওভারে ২টো বিশাল ছক্কা হাকিয়ে ব্র্যাভো  প্রায় একপেশে হয়ে যাওয়া ম্যাচে  আচমকাই যেন প্রাণের সঞ্চার করে দিলেন

   

  Read : 197

Related Posts

হকি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারত কানাডা ভারতের কাছে পর্যুদস্ত।
৩৬ তম জেলা বার্ষিক শিশু ক্রীড়া উৎসবে চ্যাম্পিয়ন কালিয়াচক জোন, রানার্স হরিশ্চন্দ্রপুর জোন
৩৬ তম মালদা জেলা বার্ষিক শিশু ক্রীড়া উৎসবের শুভ সুচনা
৩৬ তম বার্ষিক গাজোল জোনাল শিশু ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হল
অবশেষে বাংলা রঞ্জি ট্রফিতে রুদ্ধশ্বাস জয় পেল মাত্র ১ উইকেটে তামিলনাডুর বিরুদ্বে।
২৪ তম বার্ষিক ইংলিশ বাজার জোনাল শিশু ক্রীড়া সাড়ম্বরে মুচিয়ার মোহন বাগান মাঠে অনুষ্ঠিত হলো।
মানিকচক চক্র -১ এর বার্ষিক চক্র শিশু ক্রীড়া উৎসব ।
মালদা চক্রের শিশু ক্রীড়ায় সেরা মুচিয়া ও সাহাপুর অঞ্চল ।
শিক্ষকদের ব্যাক্তিগত উদ্যোগে মঙ্গলবাড়ি অঞ্চল প্রাথমিক বিদ্যালয় শিশু ক্রীড়া উৎসব সুষ্ঠু ভাবে শেষ হল।