Newsbazar24.com / খেলা

 • স্টার স্পোর্টস বিসিসিআই(BCCI) এর টেলিভিশন ও ডিজিটাল সম্প্রচার সত্ত্ব রেকর্ড দামে কিনল৬১৩৮.১ কোটি টাকায়।

  06-Apr-18 02:53 am


  ডেস্ক, এপ্রিল : স্টার স্পোর্টস আগামী বছরের জন্য অর্থাৎ ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিসিসিআই-এর দুই দেশের সিরিজের টেলিভিশন সম্প্রচার ডিজিটাল সম্প্রচার সত্ত্ব কিনে নিল  ৬১৩৮. কোটি টাকার বিনিময়ে সম্প্রচার সত্ত্ব  নিয়ে গত তিন দিন ধরে লাগাতার লড়াই চলছিল প্রতিটি মুহূর্তে উত্তেজনা ছিল চরমে কারণ, সম্প্রচার সত্ত্ব পাওয়ার  -অকশন লড়াইয়ে ছিলেন  সোনি এবং রিলায়েন্স জিও এরা সকলেই টেলিভিশন  ডিজিটাল সত্ত্ব পাওয়াল লড়াই চালাচ্ছিল শুধুমাত্র ডিজিটাল সত্ত্বের জন্য লড়াইয়ে নেমেছিল গুগুল ফেসবুক কিন্তু, যোগ্যতা মান না পার করতে পারায় তারা প্রাথমিক স্তরেই বাদ পড়ে যায় বিসিসিআই এবারই প্রথম  -অকশন-এর সত্ত্ব বিক্রির প্রক্রিয়া চালু করল  এর আগে বিগত বছর (২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত)  দুই দেশের ম্যাচের সম্প্রচার বাবদ স্টার স্পোর্টস ৩৮৫১ কোটি টাকা দিয়েছিল বিসিসিআই-কে এবার সেই তুলনায় এবার দ্বিগুণ অর্থ দিচ্ছে স্টার স্পোর্টস এই সত্ত্ব পাওয়ার সঙ্গে এই মুহূর্তে বিশ্বে ক্রিকেট ম্যাচ সম্প্রচারে একচ্ছ্বত্র অধিপতি হল স্টার স্পোর্টস ইতিমধ্যেই স্টার স্পোর্টস-এর হাতে রয়েছে ১৬,৩৪৭ কোটি টাকা মূল্যের সম্প্রচার সত্ত্ব আইসিসি আয়োজিত সমস্ত ক্রিকেট ম্যাচের সত্ত্ব পেয়েছে স্টার স্পোর্টস এরমধ্যে রয়েছে পুরুষ মহিলাদের ৫০ ওভারের বিশ্বকাপ ক্রিকেট টি-২০ বিশ্বকাপ বিসিসিআই-এর সম্প্রচার সত্ত্ব বিক্রি হওয়া নিয়ে প্রথম দিনের -অকশন-এর শেষ দর উঠেছিল ৪৪৪২ কোটি টাকা বুধবার তা ৬০০০ কোটি টাকা-তে পৌঁছয় গুগল ফেসবুক-সহ ৬টি সংস্থা ২০১৮- মার্চ থেকে ২০২৩ পর্যন্ত ১০২টি ম্যাচের সম্প্রচার সত্ত্বের জন্য় লড়াই করছিল তবে,  শেষ পর্যন্ত যাবতীয় শর্ত পূরনে  স্টার স্পোর্টস, জিও, সোনি নেটওয়ার্কস-কে অনলাইন ফিনান্সিয়াল নিলামের জন্য যোগ্য বলে নির্বাচিত করা হয়েছিল

  স্টার স্পোর্টস বুঝিয়ে দিল ক্রীড়াক্ষেত্রে এখনও তারা এক নম্বর  ব্রডকস্টার সংস্থা

   

  Read : 172

Related Posts

হকি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারত কানাডা ভারতের কাছে পর্যুদস্ত।
৩৬ তম জেলা বার্ষিক শিশু ক্রীড়া উৎসবে চ্যাম্পিয়ন কালিয়াচক জোন, রানার্স হরিশ্চন্দ্রপুর জোন
৩৬ তম মালদা জেলা বার্ষিক শিশু ক্রীড়া উৎসবের শুভ সুচনা
৩৬ তম বার্ষিক গাজোল জোনাল শিশু ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হল
অবশেষে বাংলা রঞ্জি ট্রফিতে রুদ্ধশ্বাস জয় পেল মাত্র ১ উইকেটে তামিলনাডুর বিরুদ্বে।
২৪ তম বার্ষিক ইংলিশ বাজার জোনাল শিশু ক্রীড়া সাড়ম্বরে মুচিয়ার মোহন বাগান মাঠে অনুষ্ঠিত হলো।
মানিকচক চক্র -১ এর বার্ষিক চক্র শিশু ক্রীড়া উৎসব ।
মালদা চক্রের শিশু ক্রীড়ায় সেরা মুচিয়া ও সাহাপুর অঞ্চল ।
শিক্ষকদের ব্যাক্তিগত উদ্যোগে মঙ্গলবাড়ি অঞ্চল প্রাথমিক বিদ্যালয় শিশু ক্রীড়া উৎসব সুষ্ঠু ভাবে শেষ হল।