Newsbazar24.com / খেলা

 • ২১তম কমনওয়েলথ গেমসের প্রথম দিনেই ভারতের সোনা ও রূপোর পদক।

  05-Apr-18 03:36 pm


  ডেস্ক, এপ্রিল : ২১তম কমনওয়েলথ গেমসের প্রথম দিনেই সোনার পদক পেয়ে ভারতকে গর্বিত করলেন  চানু মীরাবাঈ ওয়েট লিফটিং মহিলাদের ৪৮ কেজি বিভাগে এদিন লড়ে সোনা লাভ করেন  তিনি ছয়টি লিফ্টে ছয়বার রেকর্ড করে শেষপর্যন্ত সোনা পেয়েছেন তিনি এই নিয়ে দ্বিতীয়বার কমনওয়েলথ গেমসে পদক পেলেন চানু চারবছর আগে গ্লাসগোতে রুপো পেয়েছিলেন তিনি দারুণ পারফরম্যান্সের ফলে নাইজেরিয়ার অগাস্তিনা ওয়াকোলোকেও পিছনে ফেলে দিলেন চানু ২০১০ কমনওয়েলথ গেমসে নাইজেরিয়ার ভারোত্তোলক অগাস্তিনা ১৭৫ কেজি ওজন তুলে রেকর্ড গড়েছিলেন আট বছর বাদে ভারতের হয়ে চানু সোনা জিতে ছাপিয়ে গেলেন সকলকে

  চানুর সোনা জয়ের পাশাপাশি পুরুষ বিভাগে রুপো জিতলেন গুরুরাজা চানুর সোনা জেতার আগেই পুরুষদের ৫৬ কেজি বিভাগে রুপো জিতেছিলেন তিনি গুরুরাজার হাত ধরেই এবার কমনওয়েলথ গেমসে পায় প্রথম পদক তবে চানুর পারফরম্যান্স সবকিছুকে ছাপিয়ে গেল
  এদিন ভারতীয় এই ভারোত্তলোক মোট ২৪৯ কেজি তোলেন এই ইভেন্টে সোনা গেছে মালয়শিয়ার ঝোলায় আর ব্রোঞ্জ জেতেন শ্রীলঙ্কার অ্যাথলিট মালয়শিয়ার ভারোত্তলক মোট ২৬১ কেজি তুলে সোনা জিতে নেন
  এদিকে মহিলাদের মিক্সড টিম ইভেন্টে শ্রীলঙ্কাকে ব্যাডমিন্টনে - হারিয়ে দিলেন ভারতীয় শাটলাররা অন্যদিকে টেবল টেনিসেও শ্রীলঙ্কাকে - হারাল ভারতীয় দল
  যদিও ভারতীয় মহিলা টেবল টেনিস দল নিজেদের ওপেনিং ম্যাচে ওয়েলসের কাছে হেরে যান

  Read : 158

Related Posts

ফিফা আন্তর্জাতিক ফ্রেন্ডলি ফুটবল ম্যাচে ভারত ও চীনের খেলা গোলশূন্য, অন্যবদ্য গোল কিপিং গুরপ্রীত সিং সান্ধুর
যুব অলিম্পিকে ব্যাডমিন্টনের পুরুষ সিঙ্গলস ফাইনালে স্বর্ণপদক অধরাই থেকে গেল লক্ষ্য সেনের।
যুব অলিম্পিকের ব্যাডমিন্টনের পুরুষ সিঙ্গলসে পদক নিশ্চিত ভারতীয় যুব শাটলার লক্ষ্য সেনের.
এশিয়ান গেমসের পর যুব অলিম্পিকেও স্বর্ণপদক শুটার সৌরভ চৌধুরির
মালদহে অনুষ্ঠিত ৬৪তম রাজ্য অনুর্ধ ১৪ বালিকা স্কুল ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান বর্ধমান জেলা দল
ফার্স্ট ডিভিশন ডিস্ট্রিক্ট ফুটবল লীগ এবং সুপার ডিভিশন লীগের সমাপ্তি হলো বালুরঘাটে
চতুর্থ যুব অলিম্পিকে ভারত ২টি স্বর্ণপদক ও ৩টি রৌপ্যপদক লাভ করল
২০১৮র পুরুষ বিভাগের বিশ্বকাপ হকির সরকারী ম্যাসকট ‘অলি’ র শুভ উদ্বোধন
ভারতের বিরুদ্ধে একদিবসীয় ও টি-২০ সিরিজের ওয়েস্ট ইন্ডিজ দল ঘোষণা