Newsbazar24.com / খেলা

 • ২১তম কমনওয়েলথ গেমসের প্রথম দিনেই ভারতের সোনা ও রূপোর পদক।

  05-Apr-18 03:36 pm


  ডেস্ক, এপ্রিল : ২১তম কমনওয়েলথ গেমসের প্রথম দিনেই সোনার পদক পেয়ে ভারতকে গর্বিত করলেন  চানু মীরাবাঈ ওয়েট লিফটিং মহিলাদের ৪৮ কেজি বিভাগে এদিন লড়ে সোনা লাভ করেন  তিনি ছয়টি লিফ্টে ছয়বার রেকর্ড করে শেষপর্যন্ত সোনা পেয়েছেন তিনি এই নিয়ে দ্বিতীয়বার কমনওয়েলথ গেমসে পদক পেলেন চানু চারবছর আগে গ্লাসগোতে রুপো পেয়েছিলেন তিনি দারুণ পারফরম্যান্সের ফলে নাইজেরিয়ার অগাস্তিনা ওয়াকোলোকেও পিছনে ফেলে দিলেন চানু ২০১০ কমনওয়েলথ গেমসে নাইজেরিয়ার ভারোত্তোলক অগাস্তিনা ১৭৫ কেজি ওজন তুলে রেকর্ড গড়েছিলেন আট বছর বাদে ভারতের হয়ে চানু সোনা জিতে ছাপিয়ে গেলেন সকলকে

  চানুর সোনা জয়ের পাশাপাশি পুরুষ বিভাগে রুপো জিতলেন গুরুরাজা চানুর সোনা জেতার আগেই পুরুষদের ৫৬ কেজি বিভাগে রুপো জিতেছিলেন তিনি গুরুরাজার হাত ধরেই এবার কমনওয়েলথ গেমসে পায় প্রথম পদক তবে চানুর পারফরম্যান্স সবকিছুকে ছাপিয়ে গেল
  এদিন ভারতীয় এই ভারোত্তলোক মোট ২৪৯ কেজি তোলেন এই ইভেন্টে সোনা গেছে মালয়শিয়ার ঝোলায় আর ব্রোঞ্জ জেতেন শ্রীলঙ্কার অ্যাথলিট মালয়শিয়ার ভারোত্তলক মোট ২৬১ কেজি তুলে সোনা জিতে নেন
  এদিকে মহিলাদের মিক্সড টিম ইভেন্টে শ্রীলঙ্কাকে ব্যাডমিন্টনে - হারিয়ে দিলেন ভারতীয় শাটলাররা অন্যদিকে টেবল টেনিসেও শ্রীলঙ্কাকে - হারাল ভারতীয় দল
  যদিও ভারতীয় মহিলা টেবল টেনিস দল নিজেদের ওপেনিং ম্যাচে ওয়েলসের কাছে হেরে যান

  Read : 225

Related Posts

পুরাতন মালদা এ টি সির উদ্যোগে ১০ কিমি রোড রেসএ প্রথম ফালাকাটার হাসিবুল,দ্বিতীয় ও তৃতীয় মালদার তিলক মণ্ডল ও অনুপ ঘোষ।
অজস্র গোলের সুযোগ নষ্ট করে ভারত ২-০ তে পরাজিত সংযুক্ত আরব আমিরশাহীর কাছে।
এএফসি এশিয়ান কাপের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত জয় ভারতের,মেসিকে টপকে গেলেন সুনীল।
ভারতের ক্রিকেটে ইতিহাস ,অস্ট্রেলিয়ায় সর্ব প্রথম টেস্ট সিরিজ জয়, বৃষ্টি ভেস্তে দিল সিডনি টেস্ট,
এস আর এম বি কাপ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান মালদা অনীক সংঘ
এস আর এম বি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি মালদা অনীক সংঘ ও সবুজ সংঘ বহরমপুর
কালিতলা ক্লাবের পরিচালনায় এস আর এম বি কাপের ফাইনালে সবুজ সংঘ বহরমপুর
চতুর্থ টেস্টের জন্য ভারতীয় দলের ১৩ জনের নাম ঘোষনা করল বিসিসিআই
কালিতলা ক্লাবের পরিচালনায় ১৮তম এস.আর.এম.বি.কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হল।