Newsbazar24.com / খেলা

 • ২১তম কমনওয়েলথ গেমসের প্রথম দিনেই ভারতের সোনা ও রূপোর পদক।

  05-Apr-18 03:36 pm


  ডেস্ক, এপ্রিল : ২১তম কমনওয়েলথ গেমসের প্রথম দিনেই সোনার পদক পেয়ে ভারতকে গর্বিত করলেন  চানু মীরাবাঈ ওয়েট লিফটিং মহিলাদের ৪৮ কেজি বিভাগে এদিন লড়ে সোনা লাভ করেন  তিনি ছয়টি লিফ্টে ছয়বার রেকর্ড করে শেষপর্যন্ত সোনা পেয়েছেন তিনি এই নিয়ে দ্বিতীয়বার কমনওয়েলথ গেমসে পদক পেলেন চানু চারবছর আগে গ্লাসগোতে রুপো পেয়েছিলেন তিনি দারুণ পারফরম্যান্সের ফলে নাইজেরিয়ার অগাস্তিনা ওয়াকোলোকেও পিছনে ফেলে দিলেন চানু ২০১০ কমনওয়েলথ গেমসে নাইজেরিয়ার ভারোত্তোলক অগাস্তিনা ১৭৫ কেজি ওজন তুলে রেকর্ড গড়েছিলেন আট বছর বাদে ভারতের হয়ে চানু সোনা জিতে ছাপিয়ে গেলেন সকলকে

  চানুর সোনা জয়ের পাশাপাশি পুরুষ বিভাগে রুপো জিতলেন গুরুরাজা চানুর সোনা জেতার আগেই পুরুষদের ৫৬ কেজি বিভাগে রুপো জিতেছিলেন তিনি গুরুরাজার হাত ধরেই এবার কমনওয়েলথ গেমসে পায় প্রথম পদক তবে চানুর পারফরম্যান্স সবকিছুকে ছাপিয়ে গেল
  এদিন ভারতীয় এই ভারোত্তলোক মোট ২৪৯ কেজি তোলেন এই ইভেন্টে সোনা গেছে মালয়শিয়ার ঝোলায় আর ব্রোঞ্জ জেতেন শ্রীলঙ্কার অ্যাথলিট মালয়শিয়ার ভারোত্তলক মোট ২৬১ কেজি তুলে সোনা জিতে নেন
  এদিকে মহিলাদের মিক্সড টিম ইভেন্টে শ্রীলঙ্কাকে ব্যাডমিন্টনে - হারিয়ে দিলেন ভারতীয় শাটলাররা অন্যদিকে টেবল টেনিসেও শ্রীলঙ্কাকে - হারাল ভারতীয় দল
  যদিও ভারতীয় মহিলা টেবল টেনিস দল নিজেদের ওপেনিং ম্যাচে ওয়েলসের কাছে হেরে যান

  Read : 132

Related Posts

ভারতীয় ফুটবল ফেডারেশানের সহ সভাপতি সুব্রত দত্ত প্রশাসক হিসাবে আন্তর্জাতিক স্তরে ফুটবল প্রশাসনে
প্রয়াত প্রাক্তন দিকপাল ব্যাডমিন্টন খেলোয়াড় মনোজ গুহ।
স্কুল কবাডিতে চ্যাম্পিয়ন্স মোথাবাড়ি ও বাঙ্গীটোলা হাইস্কুল
ব্যাডমিন্টনে বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপা অধরাই থেকে গেল পি ভি সিন্ধুর।
রাজ্য অ্যাথলেটিকস মিটের তৃতীয় দিনে মালদার প্রতিযোগীরা ৪ টি সোনা ১ টি রুপো ও ২ টি ব্রোঞ্জ পদক লাভ করেছে
প্রথম টেস্টে ৩১ রানে জিতে টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড
বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে দ্বিতীয়বার পিভি সিন্ধু
রাজ্য অ্যাথলেটিকস মিটে প্রথম দুই দিনে মালদাজেলার পাঁচটি পদক জয়।
বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় সাইনা নেহওয়ালের