Newsbazar24.com / খেলা

 • কমনওয়েলথ গেমস ভিলেজে বাবার নাম বাদ নিয়ে ক্ষুব্ধ সাইনা নেওয়াল।

  03-Apr-18 03:19 pm


  ডেস্ক, ৩রা এপ্রিল : কমনওয়েলথ গেমসএ অংশগ্রহণ করার জন্য গোল্ড কোস্টে পৌঁছে ভারতীয় ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল জানতে পারেন যে  কমনওয়েলথ গেমস ভিলেজে সরকারি কর্তাদের তালিকা থেকে  তার বাবা  হরবীর সিংয়ের নাম বাদ দেওয়া হয়েছে   এই নিয়ে  রীতিমত ক্ষুব্ধ ভারতীয় ব্যাডমিন্টন তারকা একের পর এক টুইট করে নিজের ক্ষোভ উগড়ে দেন। এবার সাইনার সব দাবি এক টুইটেই উড়িয়ে দিল আইওএ

  সোমবারই সাইনা টুইট করে ক্ষোভ প্রকাশ করেন, "যখন কমনওয়েলথ গেমসের জন্য আমরা রওনা হলাম, তখন আমার বাবাকে অন্যতম সরকারি কর্তা হিসেবে দলের সঙ্গে যাওয়ার অনুমতি দেওয়া হয়। তার জন্য পুরো টাকা আমি দিয়েছিলাম। কিন্তু যখন আমরা গেমস ভিলেজে পৌঁছে দেখলাম, বাবার নাম কেটে দেওয়া হয়েছে। বাবা আমার সঙ্গে থাকতে পারবেন না। গোটা ঘটনায় আমি অবাক।সাইনার আরও অভিযোগ ছিল, " তিনি (বাবা) খেলা দেখতে পারবেন না। গেমস ভিলেজে ঢুকতে পারবেন না, এমনকী তাঁর সঙ্গে দেখাও করতে পারবেন না। কী ধরণের সমর্থন?"সাইনা নেহওয়াল এবার আর নিজের ক্ষোভ নিজের মধ্যে রাখলেন না। এবারের টুইটে নিজের ক্ষোভ প্রকাশ করলেন।

  ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফে টুইট করে সাইনাকে জানানো হয়, হরভীর সিং- নাম অতিরিক্ত কর্মকর্তা হিসেবে নথিভুক্ত আছে। কিন্তু যে পরিমান পারিশ্রমিক দেওয়া আছে তাতে গেমস ভিলেজে থাকার জন্য বরাদ্দ নয়।  টুইটের সঙ্গে গোল্ড কোস্ট গেমস ভিলেজের 'এক্সট্রা অফিসিয়াল'দের জন্য নিয়ম নীতিও জুড়ে দিয়েছে আইওএ
  সাইনা লিখেছেন, ভারত থেকে অস্ট্রেলিয়া যাওয়ার সময় তাঁর বাবা দলীয় আধিকারিক হিসেবে তাঁদের সঙ্গে ছিলেন। বাবার পুরো খরচও দেন তিনি। এরপরেও গোল্ড কোস্ট গেমস ভিলেজে আসার পর দেখা গেল আধিকারিক তালিকায় তাঁর বাবার নাম নেই। সাইনার সঙ্গে তিনি থাকতেও পারবেন না।
   

  Read : 125

Related Posts

সাইক্লিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক জয়ী ভারতের তরুণ সাইক্লিস্ট ইসো আলবিন।
লাল হলুদের দায়িত্ব নিতে চলেছেন নূতন স্প্যানিশ কোচ আলেজান্দ্রো মেন্ডেজ গার্সিয়া
আগামীকাল শুরু হচ্ছে ১৮তম এশিয়ান গেমস ইন্দোনেশিয়ার জাকার্তা ও পালেম্বাং শহরে।
ভারতীয় ফুটবল ফেডারেশানের সহ সভাপতি সুব্রত দত্ত প্রশাসক হিসাবে আন্তর্জাতিক স্তরে ফুটবল প্রশাসনে
প্রয়াত প্রাক্তন দিকপাল ব্যাডমিন্টন খেলোয়াড় মনোজ গুহ।
স্কুল কবাডিতে চ্যাম্পিয়ন্স মোথাবাড়ি ও বাঙ্গীটোলা হাইস্কুল
ব্যাডমিন্টনে বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপা অধরাই থেকে গেল পি ভি সিন্ধুর।
রাজ্য অ্যাথলেটিকস মিটের তৃতীয় দিনে মালদার প্রতিযোগীরা ৪ টি সোনা ১ টি রুপো ও ২ টি ব্রোঞ্জ পদক লাভ করেছে
প্রথম টেস্টে ৩১ রানে জিতে টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড