Newsbazar24.com / খেলা

 • কমনওয়েলথ গেমস ভিলেজে বাবার নাম বাদ নিয়ে ক্ষুব্ধ সাইনা নেওয়াল।

  03-Apr-18 03:19 pm


  ডেস্ক, ৩রা এপ্রিল : কমনওয়েলথ গেমসএ অংশগ্রহণ করার জন্য গোল্ড কোস্টে পৌঁছে ভারতীয় ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল জানতে পারেন যে  কমনওয়েলথ গেমস ভিলেজে সরকারি কর্তাদের তালিকা থেকে  তার বাবা  হরবীর সিংয়ের নাম বাদ দেওয়া হয়েছে   এই নিয়ে  রীতিমত ক্ষুব্ধ ভারতীয় ব্যাডমিন্টন তারকা একের পর এক টুইট করে নিজের ক্ষোভ উগড়ে দেন। এবার সাইনার সব দাবি এক টুইটেই উড়িয়ে দিল আইওএ

  সোমবারই সাইনা টুইট করে ক্ষোভ প্রকাশ করেন, "যখন কমনওয়েলথ গেমসের জন্য আমরা রওনা হলাম, তখন আমার বাবাকে অন্যতম সরকারি কর্তা হিসেবে দলের সঙ্গে যাওয়ার অনুমতি দেওয়া হয়। তার জন্য পুরো টাকা আমি দিয়েছিলাম। কিন্তু যখন আমরা গেমস ভিলেজে পৌঁছে দেখলাম, বাবার নাম কেটে দেওয়া হয়েছে। বাবা আমার সঙ্গে থাকতে পারবেন না। গোটা ঘটনায় আমি অবাক।সাইনার আরও অভিযোগ ছিল, " তিনি (বাবা) খেলা দেখতে পারবেন না। গেমস ভিলেজে ঢুকতে পারবেন না, এমনকী তাঁর সঙ্গে দেখাও করতে পারবেন না। কী ধরণের সমর্থন?"সাইনা নেহওয়াল এবার আর নিজের ক্ষোভ নিজের মধ্যে রাখলেন না। এবারের টুইটে নিজের ক্ষোভ প্রকাশ করলেন।

  ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফে টুইট করে সাইনাকে জানানো হয়, হরভীর সিং- নাম অতিরিক্ত কর্মকর্তা হিসেবে নথিভুক্ত আছে। কিন্তু যে পরিমান পারিশ্রমিক দেওয়া আছে তাতে গেমস ভিলেজে থাকার জন্য বরাদ্দ নয়।  টুইটের সঙ্গে গোল্ড কোস্ট গেমস ভিলেজের 'এক্সট্রা অফিসিয়াল'দের জন্য নিয়ম নীতিও জুড়ে দিয়েছে আইওএ
  সাইনা লিখেছেন, ভারত থেকে অস্ট্রেলিয়া যাওয়ার সময় তাঁর বাবা দলীয় আধিকারিক হিসেবে তাঁদের সঙ্গে ছিলেন। বাবার পুরো খরচও দেন তিনি। এরপরেও গোল্ড কোস্ট গেমস ভিলেজে আসার পর দেখা গেল আধিকারিক তালিকায় তাঁর বাবার নাম নেই। সাইনার সঙ্গে তিনি থাকতেও পারবেন না।
   

  Read : 229

Related Posts

পুরাতন মালদা এ টি সির উদ্যোগে ১০ কিমি রোড রেসএ প্রথম ফালাকাটার হাসিবুল,দ্বিতীয় ও তৃতীয় মালদার তিলক মণ্ডল ও অনুপ ঘোষ।
অজস্র গোলের সুযোগ নষ্ট করে ভারত ২-০ তে পরাজিত সংযুক্ত আরব আমিরশাহীর কাছে।
এএফসি এশিয়ান কাপের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত জয় ভারতের,মেসিকে টপকে গেলেন সুনীল।
ভারতের ক্রিকেটে ইতিহাস ,অস্ট্রেলিয়ায় সর্ব প্রথম টেস্ট সিরিজ জয়, বৃষ্টি ভেস্তে দিল সিডনি টেস্ট,
এস আর এম বি কাপ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান মালদা অনীক সংঘ
এস আর এম বি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি মালদা অনীক সংঘ ও সবুজ সংঘ বহরমপুর
কালিতলা ক্লাবের পরিচালনায় এস আর এম বি কাপের ফাইনালে সবুজ সংঘ বহরমপুর
চতুর্থ টেস্টের জন্য ভারতীয় দলের ১৩ জনের নাম ঘোষনা করল বিসিসিআই
কালিতলা ক্লাবের পরিচালনায় ১৮তম এস.আর.এম.বি.কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হল।