Newsbazar24.com / খেলা

  • বাংলা দল নাটকীয় ভাবে ম্যাচে ফিরেও সন্তোষ ট্রফি ঘরে তুলতে পারল না।

    01-Apr-18 03:14 pm


    ডেস্ক, ১লা এপ্রিলঃ :  যুবভারতী ক্রীড়াঙ্গনে সন্তোষ ট্রফির ফাইনালে টাইব্রেকারে বাংলাকে - গোলে হারিয়ে  কেরল ষষ্ঠবার সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হল

    নাটকের পর নাটক তবু বাংলার ভাগ্যে সন্তোষ ট্রফি এল না। দুটি পেনাল্টি বাঁচিয়ে সন্তোষ ফাইনালে কেরল গোলরক্ষক  নায়করঞ্জন চৌধুরীর ছেলেদের রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হল এবারও অথচ নিশ্চিত হারের মুখ থেকে ম্যাচে ফিরে এসেছিল প্রথমার্ধের ২৬ মিনিটে গোল করে কেরলকে এগিয়ে দিয়েছিলেন জিথিন এমএস তারপর দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে গোল শোষ দরে একবার বাংলাকে ম্যাচে ফিরিয়ে আনেন জিতেন মুর্মু  নির্ধারিত সময়ে ম্যাচের ফল ছিল - এক্সট্রা টাইমের পর ফল হয় - এক্সট্রা টাইমের দ্বিতীয়ার্ধে লালকার্ড দেখেন বাংলার রাজন বর্মন ফলে বাকি সময়টা ১০ জনে খেলতে হয় বাংলাকে ১১৭ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়েও, শেষমুহূর্তে ফ্রি-কিক থেকে তীর্থঙ্কর সরকারের গোলে দুর্দান্তভাবে ম্যাচে ফেরে বাংলা। বাংলার অঙ্কিত মুখোপাধ্যায় নবি হুসেইন খানের  দুটি শটই বাঁচিয়ে দিয়ে ম্যাচর নায়ক বনে গেলেন কেরল গোলরক্ষক বাংলা ৩৩-তম সন্তোষ ট্রফি জিততে পারল না

    Read : 165

Related Posts

পুরাতন মালদা এ টি সির উদ্যোগে ১০ কিমি রোড রেসএ প্রথম ফালাকাটার হাসিবুল,দ্বিতীয় ও তৃতীয় মালদার তিলক মণ্ডল ও অনুপ ঘোষ।
অজস্র গোলের সুযোগ নষ্ট করে ভারত ২-০ তে পরাজিত সংযুক্ত আরব আমিরশাহীর কাছে।
এএফসি এশিয়ান কাপের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত জয় ভারতের,মেসিকে টপকে গেলেন সুনীল।
ভারতের ক্রিকেটে ইতিহাস ,অস্ট্রেলিয়ায় সর্ব প্রথম টেস্ট সিরিজ জয়, বৃষ্টি ভেস্তে দিল সিডনি টেস্ট,
এস আর এম বি কাপ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান মালদা অনীক সংঘ
এস আর এম বি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি মালদা অনীক সংঘ ও সবুজ সংঘ বহরমপুর
কালিতলা ক্লাবের পরিচালনায় এস আর এম বি কাপের ফাইনালে সবুজ সংঘ বহরমপুর
চতুর্থ টেস্টের জন্য ভারতীয় দলের ১৩ জনের নাম ঘোষনা করল বিসিসিআই
কালিতলা ক্লাবের পরিচালনায় ১৮তম এস.আর.এম.বি.কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হল।