Newsbazar24.com / খেলা

  • পথ দুর্ঘটনায় আহত মহম্মদ শামি

    25-Mar-18 11:19 am


    ডেস্কঃ(I.D). ২৫ মার্চ ২০১৮ঃ-পথ দুর্ঘটনায় আহত মহম্মদ শামি। দেরাদুন থেকে দিল্লি যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি। তাঁর মাথায় চোট লেগেছে বলে জানা গেছে। দুর্ঘটনার জেরে তাঁর  মাথায় সেলাই পড়েছে ,বিবাহ বর্হিভূত একাধিক সম্পর্কে জাড়িত রয়েছেন বলে শামির বিরুদ্ধে অভিযোগ তুলেছে তাঁর স্ত্রী হাসিন জাহান।এই নিয়ে শামির বিরুদ্ধে কলকাতার লালবাজারে অভিযোগও দায়ের করেছেন তিনি।বর্তমানে তিনি দেরাদুনেই বিশ্রাম নিচ্ছেন। তবে তাঁর চোট গুরুতর নয় বলেই জানা গেছে। বিবাহ বর্হিভূত একাধিক সম্পর্কে জাড়িত রয়েছেন বলে, শামির বিরুদ্ধে অভিযোগ তুলেছে তাঁর স্ত্রী হাসিন জাহান। শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে ধর্ষণ, খুনের চেষ্টা, অত্যাচার সহ একাধিক অভিযোগ এনেছে হাসিন। এই নিয়ে শামির বিরুদ্ধে লালবাজারে অভিযোগও দায়ের করেছেন তিনি। পাশাপাশি ম্যাচ গড়াপেটার সঙ্গে শামি জড়িত রয়েছেন বলেও অভিযোগ ওঠে। যদিও, বোর্ডের তদন্তে তিনি পরে ক্লিনচিট পান।গত কয়েকদিন ধরে পারিবারিক বিবাদের জেরবার শামি আসন্ন আইপিএল-এর জন্য বর্তমানে প্রস্তুতি নিচ্ছেন। আর তার জন্যই দেরাদুনে অভিমণ্যু ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন তিনি। সেখান থেকে দিল্লি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। 

    Read : 182

Related Posts

পুরাতন মালদা এ টি সির উদ্যোগে ১০ কিমি রোড রেসএ প্রথম ফালাকাটার হাসিবুল,দ্বিতীয় ও তৃতীয় মালদার তিলক মণ্ডল ও অনুপ ঘোষ।
অজস্র গোলের সুযোগ নষ্ট করে ভারত ২-০ তে পরাজিত সংযুক্ত আরব আমিরশাহীর কাছে।
এএফসি এশিয়ান কাপের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত জয় ভারতের,মেসিকে টপকে গেলেন সুনীল।
ভারতের ক্রিকেটে ইতিহাস ,অস্ট্রেলিয়ায় সর্ব প্রথম টেস্ট সিরিজ জয়, বৃষ্টি ভেস্তে দিল সিডনি টেস্ট,
এস আর এম বি কাপ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান মালদা অনীক সংঘ
এস আর এম বি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি মালদা অনীক সংঘ ও সবুজ সংঘ বহরমপুর
কালিতলা ক্লাবের পরিচালনায় এস আর এম বি কাপের ফাইনালে সবুজ সংঘ বহরমপুর
চতুর্থ টেস্টের জন্য ভারতীয় দলের ১৩ জনের নাম ঘোষনা করল বিসিসিআই
কালিতলা ক্লাবের পরিচালনায় ১৮তম এস.আর.এম.বি.কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হল।