Newsbazar24.com / সাপ্লিমেন্ট

  • মন্ত্র শুরু ‘ওম’ দিয়ে, শেষ ‘স্বহা’য়, কারণ জেনে নিন

    14-Apr-19 04:52 am


    newsbazar24: হিন্দুশাস্ত্রে যখনই কোনও মন্ত্র উচ্চারিত হয়, তা শুরু হয় ‘ওম’ দিয়ে। আর শেষ হয় ‘স্বহা’ উচ্চারণ করে।  ইষ্টদেবতা যেই হন, তাঁর উদ্দেশে মন্ত্র সব সময়ই শুরু হয় ‘ওম’ দিয়ে। বৈদিক, পৌরাণিক বা বীজমন্ত্র— কোথাওই এর অন্যথা হয় না। ‘ওম’ শব্দের উল্লেখ প্রথম পাওয়া যায় উপনিষদে। এবং সেখানেই বলা হয়েছে এই শব্দের নানা অর্থ। যেমন, ওম মানে ব্রহ্মাণ্ড, ওম মানে আত্মা, ওম মানে পরমাত্মা।অন্য দিকে, ঋগ্বেদে ‘স্বহা’ শব্দের অর্থ ‘আহুতি’। পুরাণে কথিত, কোনও এক সময়ে দেবতাদের খাওয়ার মতো কিছু ছিল না। ব্রহ্মার কাছে গিয়ে সেই দুর্দশার কথা জানালে, যজ্ঞে উৎসর্গিত বস্তুকে তিনি খাদ্যদ্রব্যে রূপান্তরিত করেন। কিন্তু, সঙ্গে এমন এক শর্তও রাখেন যে, মন্ত্রের শেষে ‘স্বহা’ উচ্চারণ না করলে উৎসর্গিত দ্রব্য দেবতাদের কোনও কাজেই লাগবে না। সেই থেকেই স্বহা ও অগ্নিদেবের সহাবস্থান। 

    Read : 1278
    Edit

Related Posts