Newsbazar24.com / সবার জন্য

 • কৃষ্ণা    - পুজা মিত্র ( রানাঘাট )

  17-Mar-18 02:33 pm


           কৃষ্ণা

    - পুজা মিত্র ( রানাঘাট )

   

  সামান্যা নও তুমি নারী

  তোমার নামের মধ্যেই লুকিয়ে আছে

  কুরুক্ষেত্রের কারণ

  একদিন তার কাপড় টেনেছিল দুঃশাসন

  তাই ঘুম ভেঙেছিল সুপ্ত পান্ডবদের

  দেবতুল্য যারা এতদিন

  নিশ্চুপ হয়ে মেনে নিয়েছিল বনবাস

  নির্বাসন তাচ্ছিল্য আদি সমস্ত বঞ্চনা

  তাদের শীতল রক্তেও বাণ এসেছিল

  প্রতিবাদ প্রতিরোধের মত শব্দগুলি

  শিখেছিল তারা অক্ষরে অক্ষরে

   

  নারী তুমি সত্যবতীও

  ধীবরকন্যার মতই ক্ষুরধার বুদ্ধি তোমার

  তোমাকে সবক শেখায়

  এমন সাধ্য কার আছে বলো

  ভর করো নিজের মেধায়

  জাগাও আত্মবিশ্বাস অসংখ্য মনে

  যারা অসুরের তকমা পেয়েও অম্লানবদনে

  বাঁচিয়ে যায় জীবনের পর জীবন

  নিজের সমস্তটুকু বাজি রেখে

  তুমিই পারবে নারী

  পথ দেখাতে নতুন অভ্যুত্থানের

  রচিত হোক ন্যায় যুদ্ধ

  ধর্ম আর অধর্মের মধ্যে আবার।

  Read : 145

Related Posts