Newsbazar24.com / সবার জন্য

 • কথান্ত    - পুজা মিত্র ( রানাঘাট)

  17-Mar-18 02:14 pm


      কথান্ত

                     - পুজা মিত্র ( রানাঘাট)

  অতঃপর আমাদের সমস্ত কথা ফুরালো

  বসন্তের শেষে যেমন গ্রীষ্ম আসে

  দিনের শেষে রাত

  তেমনি কথার পরে কথারা যে আসতেই থাকবে

  এমন কোন অনিবার্যতা নেই বোধহয়

  তাই পাশাপাশি চলতে চলতে অকস্মাৎ

  ফুরিয়ে যায় পথ

  হাতে হাত রাখা থাকলেও অসাবধানতায়

  স্পর্শের আয়ু মেয়াদ পার করে ফেলে

  নিম্নমধ্যবিত্ত ঘরের বাড়ন্ত হাড়ির মত

  নিঃশেষিত হয় প্রেম 

  তাকে আটকে রাখার উপায় জানা থাকে না

  আমাদের সমস্ত কথা ফুরিয়েছে তাই

  এ জন্মের মত অচেনা আমরা

  আগন্তুক সেই প্রথম দিনের মতই

  যেখানে পরিচয়ই নেই সেখানে শুভেচ্ছার বিনিময়

  অনর্থক শব্দখরচ হয়ে ওঠে জেনো

  সমস্ত সম্পর্কের মত আমাদেরটিও

  সমস্ত কথা হারিয়ে মূক আজ,বধিরও  ।

  Read : 94

Related Posts