Newsbazar24.com / খেলা

 • ফিফা র‍্যার্ঙ্কিংয়ে আবার ১০০ র মধ্যে ভারতীয় ফুটবল দল।

  16-Mar-18 03:21 pm


  ডেস্কঃ ১৬ই মার্চঃ :  ফিফা র‍্যাঙ্কিংয়ে আবার ১০০ মধ্যে  ভারতীয় ফুটবল দল  বৃহস্পতিবার ফিফা ্যাঙ্কিংয়ের প্রকাশিত তালিকায় লিবিয়ার সঙ্গে যৌথ ভাবে ৯৯ নম্বরে রয়েছে সুনীলরা সম্প্রতি কোনও আন্তর্জাতিক ম্যাচ না খেলা  সত্ত্বেও তাঁদের তিনধাপ উন্নতি হল এখন ভারতের পয়েন্ট ৩৩৯

  বছরের শেষে ভারতের ্যাঙ্কিং ছিল ১০৫ ফেব্রুয়ারিতে রেটিং পয়েন্ট বাড়িয়ে ১০২ থেকে তিন ধাপ ওপরে ৯৯ নম্বরে রয়েছে ভারতীয় দল এশিয়ার দেশগুলির মধ্যে ভারত এখন ১৩ নম্বরে  গতবছরের নভেম্বরে শেষ ম্যাচ খেলেছিল ভারত এএফসি এশিয়ান কাপের যোগ্যতা নির্নায়ক ম্যাচে মায়ানমারের সঙ্গে - ড্র করে ভারত ২০১৯ এএফসি এশিয়ান কাপে কিরঘিস্থানের বিরুদ্ধে ভারত নামবে ২৭ মার্চ,২০১৮    

  স্টিফেন কনস্টানটাইনের কোচিংয়ে ভারতীয় ফুটবলে সাফল্যের ধারা আব্যাহত প্রসঙ্গতঃ গতবছর জুলাইয়ে ফিফা ্যাঙ্কিংয়ে ৯৬ নম্বরে জায়গা করে নিয়েছিল ভারতীয়  ব্রিগেড

   

  Read : 153

Related Posts

সাইক্লিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক জয়ী ভারতের তরুণ সাইক্লিস্ট ইসো আলবিন।
লাল হলুদের দায়িত্ব নিতে চলেছেন নূতন স্প্যানিশ কোচ আলেজান্দ্রো মেন্ডেজ গার্সিয়া
আগামীকাল শুরু হচ্ছে ১৮তম এশিয়ান গেমস ইন্দোনেশিয়ার জাকার্তা ও পালেম্বাং শহরে।
ভারতীয় ফুটবল ফেডারেশানের সহ সভাপতি সুব্রত দত্ত প্রশাসক হিসাবে আন্তর্জাতিক স্তরে ফুটবল প্রশাসনে
প্রয়াত প্রাক্তন দিকপাল ব্যাডমিন্টন খেলোয়াড় মনোজ গুহ।
স্কুল কবাডিতে চ্যাম্পিয়ন্স মোথাবাড়ি ও বাঙ্গীটোলা হাইস্কুল
ব্যাডমিন্টনে বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপা অধরাই থেকে গেল পি ভি সিন্ধুর।
রাজ্য অ্যাথলেটিকস মিটের তৃতীয় দিনে মালদার প্রতিযোগীরা ৪ টি সোনা ১ টি রুপো ও ২ টি ব্রোঞ্জ পদক লাভ করেছে
প্রথম টেস্টে ৩১ রানে জিতে টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড