Newsbazar24.com / খেলা

 • ফিফা র‍্যার্ঙ্কিংয়ে আবার ১০০ র মধ্যে ভারতীয় ফুটবল দল।

  16-Mar-18 03:21 pm


  ডেস্কঃ ১৬ই মার্চঃ :  ফিফা র‍্যাঙ্কিংয়ে আবার ১০০ মধ্যে  ভারতীয় ফুটবল দল  বৃহস্পতিবার ফিফা ্যাঙ্কিংয়ের প্রকাশিত তালিকায় লিবিয়ার সঙ্গে যৌথ ভাবে ৯৯ নম্বরে রয়েছে সুনীলরা সম্প্রতি কোনও আন্তর্জাতিক ম্যাচ না খেলা  সত্ত্বেও তাঁদের তিনধাপ উন্নতি হল এখন ভারতের পয়েন্ট ৩৩৯

  বছরের শেষে ভারতের ্যাঙ্কিং ছিল ১০৫ ফেব্রুয়ারিতে রেটিং পয়েন্ট বাড়িয়ে ১০২ থেকে তিন ধাপ ওপরে ৯৯ নম্বরে রয়েছে ভারতীয় দল এশিয়ার দেশগুলির মধ্যে ভারত এখন ১৩ নম্বরে  গতবছরের নভেম্বরে শেষ ম্যাচ খেলেছিল ভারত এএফসি এশিয়ান কাপের যোগ্যতা নির্নায়ক ম্যাচে মায়ানমারের সঙ্গে - ড্র করে ভারত ২০১৯ এএফসি এশিয়ান কাপে কিরঘিস্থানের বিরুদ্ধে ভারত নামবে ২৭ মার্চ,২০১৮    

  স্টিফেন কনস্টানটাইনের কোচিংয়ে ভারতীয় ফুটবলে সাফল্যের ধারা আব্যাহত প্রসঙ্গতঃ গতবছর জুলাইয়ে ফিফা ্যাঙ্কিংয়ে ৯৬ নম্বরে জায়গা করে নিয়েছিল ভারতীয়  ব্রিগেড

   

  Read : 213

Related Posts

পুরাতন মালদা এ টি সির উদ্যোগে ১০ কিমি রোড রেসএ প্রথম ফালাকাটার হাসিবুল,দ্বিতীয় ও তৃতীয় মালদার তিলক মণ্ডল ও অনুপ ঘোষ।
অজস্র গোলের সুযোগ নষ্ট করে ভারত ২-০ তে পরাজিত সংযুক্ত আরব আমিরশাহীর কাছে।
এএফসি এশিয়ান কাপের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত জয় ভারতের,মেসিকে টপকে গেলেন সুনীল।
ভারতের ক্রিকেটে ইতিহাস ,অস্ট্রেলিয়ায় সর্ব প্রথম টেস্ট সিরিজ জয়, বৃষ্টি ভেস্তে দিল সিডনি টেস্ট,
এস আর এম বি কাপ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান মালদা অনীক সংঘ
এস আর এম বি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি মালদা অনীক সংঘ ও সবুজ সংঘ বহরমপুর
কালিতলা ক্লাবের পরিচালনায় এস আর এম বি কাপের ফাইনালে সবুজ সংঘ বহরমপুর
চতুর্থ টেস্টের জন্য ভারতীয় দলের ১৩ জনের নাম ঘোষনা করল বিসিসিআই
কালিতলা ক্লাবের পরিচালনায় ১৮তম এস.আর.এম.বি.কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হল।