Newsbazar24.com / খেলা

 • অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে রুদ্ধশ্বাস লড়াইয়ে পিভি সিন্ধু সেমিফাইনালে।

  16-Mar-18 02:46 pm


  ডেস্ক, ১৬ ই মার্চঃ ভারতীয় শাটলার পিভি সিন্ধু ব্যাডমিন্টনের বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে যে ওকুহারার কাছে হেরে সোনার পদক হারাতে  হয়েছিল তাঁকে হারিয়ে অল ইংল্যান্ড বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু আজ তিনি  দুরন্ত পারফরম্যান্স করেন তিন গেমের লড়াইয়ের শেষে বিজয়ীর হাসি হাসেন অলিম্পিক্সের রূপোর পদকজয়ী পিভি সিন্ধু।

    প্রথম গেমে  হাড্ডাহাড্ডি লড়াই ২০-২২ হেরে যান তিনি কিন্তু পরের দুটি গেমে দারুণ কামব্যাক করেন পিভি সিন্ধু আক্রমণ   ধৈর্যের প্রমাণ দিয়ে পরের গেম দুটি বার করে নেন তিনি খেলার ফল ২১-১৮, ২১-১৮ এক ঘন্টা ২৪ মিনিটের রুদ্ধশ্বাস ম্যাচের পর জয়ের শেষ হাসি তিনি হাসেন।  ম্যাচ জিতে পিভি সিন্ধু জানিয়েছেন, 'আমি এমন অনেক ম্যাচ হেরেছি, যেখানে আমি এগিয়ে ছিলাম আমি শারীরিক মানসিক ভাবে একেক সময় হারতে হয় কিন্তু তারপরেও দারুণ শক্তিশালী ভাবে ফিরে আসতে হয় আর যাতে সেটা না হয় সেটা মাথায় রাখতে হয় ' পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, 'আমি আমার মানসিক বিষয়টির ওপর কাজ করছি, কারণ অনেক সময় যখন পয়েন্ট প্রয়োজন তখন আমি বাইরে মেরেছি বা নেটে মেরেছি আমি আত্মবিশ্বাস হারাই নার্ভাস হয়ে যাই তাই এটা শেষ করা দরকার ছিল '

  এদিকে আর এক ভারতীয় পুরুষ শাটলার এইচ এস প্রণয় প্রি-কোয়ার্টার ফাইনালে ইন্দোনেশিয়ার টমি সুগিয়ার্তোকে ৩৮ মিনিটের লড়াইয়ে হারিয়ে কোয়াটার ফাইনালে গেলেন।  প্রণয়ের পক্ষে খেলার ফল ২১-১০,২১-১৯

  প্রণয় শেষ আটে পৌঁছলেও হতাশ করলেন কিদাম্বি শ্রীকান্ত চিনের ইউশিয়াং হুয়াংয়ের কাছে ১১-২১, ২১-১৫, ২০-২২ গেমে হারলেন তিনি

      

  Read : 108

Related Posts

পুরাতন মালদা এ টি সির উদ্যোগে ১০ কিমি রোড রেসএ প্রথম ফালাকাটার হাসিবুল,দ্বিতীয় ও তৃতীয় মালদার তিলক মণ্ডল ও অনুপ ঘোষ।
অজস্র গোলের সুযোগ নষ্ট করে ভারত ২-০ তে পরাজিত সংযুক্ত আরব আমিরশাহীর কাছে।
এএফসি এশিয়ান কাপের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত জয় ভারতের,মেসিকে টপকে গেলেন সুনীল।
ভারতের ক্রিকেটে ইতিহাস ,অস্ট্রেলিয়ায় সর্ব প্রথম টেস্ট সিরিজ জয়, বৃষ্টি ভেস্তে দিল সিডনি টেস্ট,
এস আর এম বি কাপ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান মালদা অনীক সংঘ
এস আর এম বি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি মালদা অনীক সংঘ ও সবুজ সংঘ বহরমপুর
কালিতলা ক্লাবের পরিচালনায় এস আর এম বি কাপের ফাইনালে সবুজ সংঘ বহরমপুর
চতুর্থ টেস্টের জন্য ভারতীয় দলের ১৩ জনের নাম ঘোষনা করল বিসিসিআই
কালিতলা ক্লাবের পরিচালনায় ১৮তম এস.আর.এম.বি.কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হল।