Newsbazar24.com / সবার জন্য

 • গ্রাম চর্চার শ্রেষ্ঠ পত্রিকা ‘আগমনী’র দ্বিতীয় সংখ্যা প্রকাশিত।

  24-Dec-18 02:44 pm


  কার্ত্তিক পাল , ২৪ ডিসেম্বরঃ ,- গ্রাম চর্চার শ্রেষ্ঠ পত্রিকা ‘আগমনী’। এবার  দ্বিতীয় সংখ্যা প্রকাশ পেল । গত বছর পথ চলা শুরু করলেও পত্রিকাটি গবেষণামূলক  তথ্য সমৃদ্ধ হওয়ার সকলের দৃষ্টি আকর্ষণ করেছে । বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে । সাহিত্যপ্রেমীদের কাছে খুশির খবর । পত্রিকাটির সম্পাদক গৌড় মহাবিদ্যালয়ের অধ্যাপক ড. ক্ষিতীশ মাহাতো মহাশয় । উপস্থিত ছিলেন পুরুলিয়া সিধু কানু বিড়শা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডঃ স্বপন কুমার মন্ডল । ডঃ পুস্পজিৎ রায়,  অধ্যাপক আব্দুল ওয়াহাব মহাশয় । এই পত্রিকা প্রকাশ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। বিষয় ছিল “গ্রাম সংস্কৃতি- নগরায়নের অভিঘাত” উক্ত আলোচনা সভায় বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পুরুলিয়া সিধু কানু বিড়শা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডঃ স্বপন কুমার মন্ডল, ডঃ পুস্পজিৎ রায়,লোকসংস্কৃতিবিদ, ডঃ সুস্মিতা সোম, অধ্যাপক গৌড়বঙ্গ মহাবিদ্যালয়   ও অধ্যাপক আব্দুল ওয়াহাব,অধ্যাপক সামসীকলেজ ও অধ্যাপক ডঃ ক্ষিতীশ মাহাতো মহাশয়       

        

  Read : 1898
  Edit

Related Posts